সোমবার, ২৪ জুন, ২০২৪
03 Dec 2024 11:25 pm
৭১ভিশন ডেস্ক:- মার্কিন মুল্লুকে পর্দা উঠেছে কোপা আমেরিকার ৪৮তম আসর। যেখানে ফেবারিট হিসেবেই অংশ নিয়েছে ব্রাজিল। আসরে নিজেদের মিশন শুরুর আগে শিরোপা জয়ে হুঙ্কার দিয়ে রাখলেন সেলেসাও তারকা রদ্রিগো।
যুক্তরাষ্ট্রে হওয়া কোপা আমেরিকা জেতার সময় এখনই মনে করেন রিয়াল মাদ্রিদে খেলা রদ্রিগো। তিনি বলেন, ‘এখানে খেলাটা সবসময়েই বিশেষ কিছু। এখানে ব্রাজিল অতীতে জিতেছে। সবাই খবর দেখছে, সবাই আমাদের সম্পর্কে জানে। আমরা কীভাবে প্রস্তুতি নিয়ে এসেছি সবাই জানে। আমার মনে হয়, এখনই আমাদের ট্রফি জয়ের সময়। এই ট্রফি জেতাটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।’
নতুন প্রজন্মের ফুটবলারদের জন্য এই ট্রফি জয়টা অনেক দরকারী মনে করে রদ্রিগো বলেন, ‘আমাদের প্রজন্মে অনেক দক্ষতা সম্পন্ন ফুটবলার রয়েছে। কিন্তু আমাদের একটা ট্রফি দরকার। আমরা আমাদের দক্ষতা প্রমাণ করতে চাই। আমরা একটা ভালো জায়গায় আছি এবং এটার ধারাবাহিকতা রক্ষা করতে চাই।’
এর আগে ১৯৯৪ সালের বিশ্বকাপে তখনকার অন্যতম শক্তিশালী দল ইতালিকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। ঠিক ৩০ বছর পর আবারো সেই যুক্তরাষ্ট্রে হচ্ছে আরেকটি টুর্নামেন্ট। মার্কি মুল্লুকে নিজেদের আক্ষেপ ঘোচাতে পারে কিনা সেলেসাওরা, এখন সেটিই দেখার বিষয়।
প্রসঙ্গত, ২০০২ সালের পর আর বিশ্বকাপ ট্রফি জেতা হয়নি ব্রাজিলের। ২০১৯ সালে শেষবার কোপা জিতেছিল তারা।