বুধবার, ২৯ মে, ২০২৪
14 May 2025 04:19 pm
![]() |
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,হিলি(দিনাজপুর)প্রতিনিধি:-'শিশু বান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা”এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলিতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) এ উপলক্ষে সকাল এগারোটায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বাহির হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওই স্থানে এসে শেষ হয়।পরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর হিলি পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য ও উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ, একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন, সহকারী প্রকৌশলী আব্দুল মান্নান,পল্লী উন্নয়ন অফিসার গোলাম রব্বানী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু,খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউসার রহমানসহ অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাহিলি মডেল-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাহিদুল ইসলাম।
আলোচনা সভা শেষে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে চিত্রা অংকন, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।