সোমবার, ২৭ মে, ২০২৪
26 Nov 2024 06:06 am
৭১ভিশন ডেস্ক:- ইসরায়েলের একটি সামরিক চৌকিতে হামলা চালিয়েছে ইরানপন্থি শসস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ।
রোববার (২৬ মে) এ দাবি করেছে গোষ্ঠীটি।সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, রোববার (২৬ মে) সকালে উত্তর ইসরায়েলজুড়ে বেশ কয়েকটি বিমান হামলার সতর্কবার্তা বেজে ওঠে। সক্রিয় হয়ে ওঠে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। এরপরই বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে লেবাননসীমান্তবর্তী ইসরায়েলের এলাকা।
এ সময় লেবানন থেকে তোলা একটি ছবিতে দেখা যায়, উত্তর ইসরায়েলের সীমান্ত শহর মেতুল্লায় ধোঁয়া উড়ছে। তবে তখন এ ব্যাপারে কিছু জানায়নি ইসরায়েল।
পরে হিজবুল্লাহ দাবি করে, ওই হামলা তারা করেছে। লেবানন ও ইসরায়েলের মধ্যবর্তী সীমান্তের কেন্দ্রীয় সেক্টরে আল আবাদ ইসরায়েলি সামরিক চৌকিতে অবস্থিত ‘প্রযুক্তিগত ব্যবস্থাকে’ লক্ষ্যবস্তু করে হিজবুল্লাহ। এ ব্যবস্থা চৌকিটির জন্য গুরুত্বপূর্ণ। হামলা সফল হয়েছে বলে দাবি হিজবুল্লাহর।
এর কিছু আগে লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, একটি ইসরায়েলি ড্রোন দক্ষিণ লেবাননের নাকোরায় বোমা হামলা চালায়। ড্রোনটির ফেলা বোমায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে একটি মোটরসাইকেল পুরোপুরি বিধ্বস্ত হয়। এ ছাড়া ওই এলাকায় হতাহতের ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
ইসরায়েলের আগ্রাসী ভূমিকার কারণে গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হলে বেশ উত্তপ্ত হয়ে ওঠে ইসরায়েল ও লেবানন সীমান্ত।
সেখানে ইসরায়েলি সেনাদের সঙ্গে প্রায় প্রতিদিন হিজবুল্লাহ যোদ্ধাদের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।
ইরানপন্থি এই গোষ্ঠীটির দাবি, হামাসের প্রতি সমর্থনের অংশ হিসেবে তারা এসব হামলা করে আসছেন। একমাত্র গাজায় ইসরায়েল নির্বাচারে হামলা বন্ধ করলেই তারা এসব আক্রমণ বন্ধ করবেন।
হিজবুল্লাহ দিন দিন আক্রমণের পরিধি বাড়াচ্ছে। সাম্প্রতিক হামলায় দিশাহারা ইসরায়েল। চলতি মাসের মাঝামাঝিতে রামিয়া সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট ও কামান হামলা চালায় লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এসব রকেট ও কামানের গোলা এই ঘাঁটিতে সরাসরি আঘাত হেনেছে বলে জানিয়েছে লেবাননের জাতীয় বার্তা সংস্থা।
গত মাসে ইসরায়েলের ছোড়া ৫টি ড্রোন সম্প্রতি ভূপাতিত করার দাবি করে হিজবুল্লাহ। এসব ড্রোন ভূপাতিত করার মাধ্যমে ইসরায়েল সরকার এবং প্রতিরোধ যোদ্ধা ও তাদের সমর্থকদের কাছে হিজবুল্লাহ একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে ইসরায়েলও বসে নেই। তারা প্রতিনিয়ত লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা করছে। এতে সংগঠনটির শীর্ষস্থানীয় কমান্ডার নিহতের ঘটনাও ঘটে।