বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
22 Nov 2024 12:44 am
পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ-“পীরগঞ্জে টায়ার গলিয়ে তেল উৎপাদন-পীরগঞ্জেপরিবেশ দূষণে ক্ষতিগ্রস্ত মানুষ পশুপাখি ফসলের মাঠ”শিরোনামে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় খবর প্রকাশের পর গতকাল মঙ্গলবার বিকালে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিউিটিভ ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান উপজেলার থিরারপাড়া গ্রামে মন্ডল প্লাস্টিক আ্যান্ড রাবার রিসাইক্লিং অয়েল প্লান্টে উপস্থিত হয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ব্যতীত পরিবেশের জন্য ক্ষতিকর কার্যক্রম পরিচালনা করায় পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১২ ধারা লঙ্ঘন করায় এক লক্ষ টাকা জরিমানা এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রনা পাওয়া পর্যন্ত কারখানাটিকে বন্ধ ঘোষণা করেছেন।
উল্লেখ্য, রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের থিরারপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে পরিবেশ দুষণ করে টায়ার গলিয়ে জ্বালানী তেল উৎপাদন করছেন মের্সাস মন্ডল প্লাষ্টিক এ্যান্ড রাবার অয়েল প্লান্ট নামের কোম্পানী। এতে তেল উৎপাদনের নামে বাইসাইকেল, রিক্সা ও গাড়ীর পুরাতন টায়ার গলানো হতো। টায়ার গলাতে জ্বালানী হিসেবে খড়ি ব্যবহার করায় টায়ার আর খড়ির কালো ধোঁয়ায় আচ্ছাদিত হয়ে থাকতো আশপাশের কয়েকটি গ্রাম। ্এতে বায়ুদুষণের সাথে ক্ষতিহচ্ছিল মানুষ, পশুপাখি ও বিভিন্ন উঠতি ফসলের ।
মারাত্মকভাবে পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি ওই এলাকায় শ্বাসকষ্ট জনিত রোগ বেড়েছে পুর্বের তুলনায় কয়েকগুন।কারখানার মালিকপ্রভাবশালী হওয়ায় ক্ষতি সত্তে¡ও এলাকার মানুষ জন তার ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছিল না। কারখানায় যখন টায়ার গলানো হতো তখন গন্ধে মানুষ ঘরের বাহিরে বের হতো না। ফসলের মাঠে কাজকর্ম বাদ দিয়ে বাড়িতে বসে থাকতো। কারখানার মালিক শামিম মন্ডল দাবি করেছিলেন, পরিবেশ ছাড়পত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুমোদনসব কিছুই তাঁর আছে।
এ সক্রান্ত খবর বিবিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশের পর ইউএনও ইকবাল হাসান ওই কারকাখায় উপস্থিত হলে কারখানার মালিক শামিম মন্ডল কোন প্রকার কাগজপত্র দেখাতে না পারায় ১ লক্ষ জরিমানা এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না পাওয়া পর্যন্ত কারখানাটি বন্ধ ঘোষণা করেন।
মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ,রংপুর