সোমবার, ১৩ মে, ২০২৪
07 Apr 2025 05:14 am
![]() |
আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে ৮ বছরে ছেলেকে ব্লেড দেওয়ার কথা বলে বলাৎকার করা হয়েছে। ১৩ মে সোমবার সকালে উপজেলার খানপুর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের ভাটড়া মধ্যপাড়া গ্রামের প্রবাসী শাহিন হোসেন এর ছেলে রিয়াদ বাবু (৮) প্রতিদিনের ন্যয় বাড়ির পাশে কচুরি পানা দিয়ে খেলাধুলা করছিল। এ সময় কচুরিপানা কাটতে ব্লেড কিনে দেওয়ার কথা বলে একই গ্রামের চান মিয়ার ছেলে গোলাম রসুল (২২) রিয়াদ বাবুকে ঘরের ভিতর ডেকে নিয়ে গলা টিপে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক বলাৎকার করে।
এ বিষয়ে ভুক্তভোগী রিয়াদ বাবুর মা কল্পনা আক্তার জানান, ঘটনার পর আমার ছেলে কাঁদতে কাঁদকে বাড়ি আসলে আমি তাকে জিজ্ঞেস করি কেন কাঁদছে কিন্তু সে তখন ভয়ে কিছু না জানিয়ে গোসল করে ঘরে যায়। এরপর বিকেলে সে বিছানায় শুয়ে পেট ব্যাথা করছে বলে কান্নকাটি করতে থাকে। এ সময় তাকে আবারো কি হয়েছে জিজ্ঞাসা করলে সে ব্যথা সহ্য করতে না পেরে তার পায়ুপথে বলাৎকার করেছে বলে জানায়। বলাৎকারের ঘটনা জানা মাত্র তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এ রেফার্ড করে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন এর কাছে জানতে চ্ইালে তিনি বিষয়টি জানেন না বলে জানান।
এ বিষয়ে স্থানীয় খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিয়ার হোসেন পিয়ার জানান বলাৎকারের ঘটনা আমার এখনো জানা নায় তবে এ ধরনের ঘটনা ঘটলে অপরাধী যেই হোক তাকে আইনে আওতায় আনার দাবি জানান।