মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
22 Nov 2024 03:41 pm
কালাই (জয়পুরহাট)প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাই পৌরসভার ৯নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মোঃ নজরুল ইসলামের কন্যা ও পল্লী পশু চিকিৎসক ডাঃ আব্দুল হাকিম এর ভাতিজি মোছাঃ নূরজাহান বেগম (৩৭) এক কঠিন ও জঠিল রোগে আক্রান্ত হলে তার চাচা-স্বামী ঢাকা কিডনি হাসপাতাল, বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসায় ব্যর্থ হয়ে ডাঃ কামরুল হাসানের পরামর্শে দেশের বাহিরে ভারতের ভেলুর সিএমসি হাসপাতালে তামিল নাড়ু তে গিয়ে পরীক্ষা নিরীক্ষার পর রিপোর্ট এ দেখা যায় তার দুটি কিডনি ড্যামেজ, এ অবস্থায় দীর্ঘ ৬ মাসের চিকিৎসার খরচ ৮ লক্ষ টাকা ব্যয়ভার করতেই তার স্বামীর সহায় সম্বল যা কিছু ছিল তা শেষ হয়েছে।এদিকে স্ত্রী নূরজাহানকে সেবা যত্ন করতে ঢাকায় বেসরকারি চাকুরি ও হারিয়েছে তার স্বামী জহরুল ইসলাম বুলবুল।তামিল নাড়ু থেকে দেড় মাসের চিকিৎসা নিয়ে দেশে ফিরে জহরুল প্রায় পাগল, কি করবে দিশেহারা হয়ে পড়েছে।ডাক্তার ৩ মাসের মধ্যেই আবার যেতে বলেছে দুটি কিডনি ডায়ালাইসিস সহ প্রতিস্থাপন করতে হবে।
এতে প্রায় ৩০ লক্ষ টাকা লাগবে এত অর্থ তার পক্ষে যোগান দেওয়া কোন ভাবেই সম্ভব নয় বলে জানিয়েছেন। এমতাবস্থায় নূরজাহান বেগমের জন্মস্থান জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের কাঁশরা গ্রামের জনপ্রতিনিধি ও যুবকদেন সমম্বয়ে "নূরজাহান" কে বাঁচাতে একটি ফান্ড গঠন করেছে গ্রামবাসী সহ আশপাশের জন সাধারন তারা সহযোগিতার হাত ও বাড়িয়েছে। নূরজাহান এর আকুতি সে বাঁচতে চাই- সেজন্য দেশবাসী ও প্রবাসী,আত্মীয় স্বজন,ব্যবসায়ী, শিল্পপতি ব্যাক্তি বর্গের নিকট আর্থিক ভাবে সহযোগীতা চেয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা- নগদ- ০১৯২৩-২৪০০৩৩/ ইসলামী ব্যাংক জয়পুরহাট- শাখা- হিসাব নং- ২০৫০১৫৩০২০৩৭৬৯০০৩।
মোঃ মুনছুর রহমান,জয়পুরহাট- ০১৭১৪৯২৯৪১৬
মনসুর রহমান