বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
19 Apr 2025 06:21 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:- ম্যাচের শুরুতেই এগিয়ে গেল আর্সেনাল। তাদের রক্ষণের মারাত্মক ভুলে দ্রুত্ই সমতা ফেরাল বায়ার্ন মিউনিখ। পেনাল্টি থেকে ‘প্রিয় প্রতিপক্ষের’ জালে বল পাঠিয়ে জার্মান চ্যাম্পিয়নদের এগিয়ে নিলেন হ্যারি কেইন। ম্যাচজুড়ে বল দখল ও আক্রমণে আধিপত্য করা মিকেল আর্তেতার দল দ্বিতীয়ার্ধে ফের পেল জালের দেখা। তাতে ড্র হলো চ্যাম্পিয়ন্স লিগে দুই দলের জমজমাট লড়াই।
ম্যাচের প্রথম গোল পেয়েছিল গানার্সরাই। দুর্দান্ত এক ফিনিশিংয়ে আর্সেনালকে লিড এনে দেন উইঙ্গার বুকায়ো সাকা। ফর্মের তুঙ্গে থাকা এই খেলোয়ারের শট ঠেকানোর সাধ্য ছিল না বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের। ১২ মিনিটে লিড পায় গানার্সরা।
তবে লিড খুব বেশিক্ষণ টেকেনি। গ্যাব্রিয়েল এবং ডেভিড রায়ার হাস্যকর ভুলের সুযোগ নিয়ে পাল্টা আক্রমণে যায় বায়ার্ন। সেখানেই গোল করে বসেন সার্জ ন্যাব্রি। ১৮ মিনিটের মাথায় সমতায় ফেলে বাভারিয়ানরা। এর খানিক বাদেই ভুল করেন উইলিয়াম সালিবা। লেরয় সানেকে ফাউল করে বসেন ডিবক্সে। পেনাল্টিতে দলের দ্বিতীয় গোল করেন হ্যারি কেন। ২-১ গোলে পিছিয়ে থেকে টানেলে ফেরে আর্সেনাল।
দ্বিতীয়ার্ধে টোসার্ডকে নামান আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। এই টোটকায় যেন ভাগ্য ফেরে আর্সেনালের। দারুণ এক টিম প্লে থেকে গোল পেয়ে দলকে সমতায় আনেন এই বেলজিয়ান স্ট্রাইকার। শেষদিকে কিংসলে কোমানের শট বারে লেগে ফিরলে লিড থেকে বঞ্চিত হয় জার্মান ক্লাবটি।
মাঝে আর্সেনাল একাধিকবার সুযোগ পেলেও নিজেদের ব্যর্থতায় তা আর গোলে পরিণত করা হয়নি। দীর্ঘদিন পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে এসে তাই ড্র দিয়েই শেষ হলো আর্সেনালের প্রথম ম্যাচ।