রবিবার, ২৪ মার্চ, ২০২৪
02 Aug 2025 08:41 am
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি থানা পুলিশ দেড়’শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল শনিবার (২৩ মার্চ) ভোর ৫টায় আদমদীঘি ব্রিজের পশ্চিমে আশা এন্টারপ্রাইজ দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার ও ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জামাইদীঘি গ্রামের তছলিম উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম ((৩৭) ও আদমদীঘি উপজেলার ডহরপুর গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে রায়তুল হাসান লিমন (২১)।
আদমদীঘি থানা পুলিশ জানায় গতকাল শনিবার ভোর রাতে আদমদীঘির ব্রিজের পাশে আশা এন্টারপ্রাইজ ইলেকট্রনিক্স দোকানের সামনে মাদক বেচাকেনা চলছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে থানার উপ পরিদর্শক তরিকুল ইসলাম ভোর ৫টায় উল্লেভিত স্থানে অভিযান চালিয়ে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে ওইদিন দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।