রবিবার, ১০ মার্চ, ২০২৪
22 Nov 2024 10:26 am
৭১ভিশন ডেস্ক:-আরবি হিজরি সন ১৪৪৫ এর পবিত্র রমজান মাস নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে সোমবার (১১ মার্চ) কিংবা মঙ্গলবার (১২ মার্চ) থেকে শুরু হবে।
পবিত্র এই রমজার মাসে মুসলমানরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া থেকে বিরত থাকেন। তবে রোজা রাখার সময় কতক্ষণ হবে সেটি নির্ভর করে, আপনি বিশ্বের কোন অংশে আছেন তার ওপর।
অঞ্চলভেদে রোজা রাখার সময় হয়ে থাকে ১২ থেকে ১৭ ঘণ্টা পর্যন্ত। চলতি বছর আইসল্যান্ড বা গ্রিনল্যান্ডের মতো বিশ্বের উত্তর অংশের দেশগুলোতে বসবাসকারী মুসলিমরা ১৭ ঘণ্টার বেশি সময় ধরে রোজা রাখবেন।
প্রতি বছর ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে রমজান মাস। কারণ, চান্দ্র হিজরি ক্যালেন্ডারের ওপর ভিত্তি করে ইসলামিক ক্যালেন্ডারের মাসগুলো ২৯ কিংবা ৩০ দিনের হয়। চান্দ্র বছর সৌর বছরের চেয়ে ১১ দিন ছোট হওয়ায় ২০৩০ সালে রমজান পালন করা হবে দু’বার। ওই বছরে প্রথমে ৫ জানুয়ারি এবং তারপর ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে রমজান মাস।
এ বছর চিলি বা নিউজিল্যান্ডের মতো বিশ্বের দক্ষিণ অংশের দেশগুলোতে বসবাসকারী মুসলমানরা প্রায় ১২ ঘণ্টা রোজা রাখবেন। আর আইসল্যান্ড বা গ্রিনল্যান্ডের মতো উত্তর অংশের দেশগুলোতে বসবাসকারীরা রোজা রাখবেন ১৭ ঘণ্টার বেশি।
উত্তর গোলার্ধে বসবাসকারী মুসলমানদের জন্য এ বছর রোজা রাখার সময় কিছুটা কম হবে এবং ২০৩১ সাল পর্যন্ত এই সময় কমতে থাকবে। নিরক্ষরেখার দক্ষিণে বসবাসকারী রোজাদার মুসলমানদের ক্ষেত্রে অবশ্য বিপরীত দেখা যাবে।
একেবারে উত্তর অংশের শহরগুলো, যেমন নরওয়ের লংইয়ারবাইনে ২০ এপ্রিল থেকে ২২ আগস্ট পর্যন্ত সূর্য অস্ত যায় না। এই দেশটিতে মুসলিমদের রোজার সময়সূচি মেনে চলার জন্য সৌদি আরবের পবিত্র মক্কা নগরী বা নিকটতম মুসলিম দেশের সময় অনুসরণ করতে ধর্মীয় আদেশ জারি করা হয়েছে।
একই সময়ে ইফতার যেসব শহরে
প্রত্যেকদিনের রোজা শুরু করার জন্য ভোরের খাবারকে বলা হয় সেহরি, আর সূর্যাস্তের পর রোজা ভাঙার সময়কে বলা হয় ইফতার। মোটামুটি একই দ্রাঘিমাংশে অবস্থিত শহরগুলোতে ইফতারের সময় একই থাকবে। আর এর বিপরীত অংশের শহরগুলো সেহরি দিয়ে রোজা শুরু করার প্রস্তুতি নিচ্ছে।
সূত্র: আল জাজিরা