শুক্রবার, ০৮ মার্চ, ২০২৪
06 Apr 2025 01:54 am
![]() |
প্রেস বিজ্ঞপ্তিঃ বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা বগুড়া জেলা শাখার নির্বাচনে জর্জেট বুলবুল ব্যাপারী সভাপতি এবং মাহবুব হাসান সোহাগ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া জেলা শিল্পকলা একাডেমি (পুরাতন ভবন) মিলনায়তনে সংগঠনের দ্বিবার্ষিক নির্বাচনে তারা নির্বাচিত হন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি মোঃ ফিরোজ কবির, যুগ্ম সাধারণ সম্পাদক স্বর্ণকার জহুরুল ইসলাম রতন, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হোসেন খোকন, কোষাধ্যক্ষ মাসুকুর রহমান, দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ দোয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাফায়াত সজল।
শেষে কমিটিতে ১১ জন কে নির্বাহী সদস্য পদে নির্বাচিত করা হয়। নির্বাচনে ২৫ জন সদস্যদের মধ্য ২৩ জন গোপন ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা করেন মোঃ জহুরুল ইসলাম ও মোঃ সুরুজ মল্লিক। নির্বাচনে বিজয়ী সকল কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিনু হক ও সাধারণ সম্পাদক দেশবরেণ্য কথক নৃত্যগুরু সাজু আহমেদ।