সোমবার, ০৪ মার্চ, ২০২৪
07 Apr 2025 12:20 pm
![]() |
বাংলাদেশের অনেক চলচ্চিত্র তারকা বলিউড ও টালিউডে জনপ্রিয়। কাজের জন্য তাদের বছরের বিভিন্ন সময়ে দুদেশেই যাতায়াত করতে হয়। জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলিউড ও টালিউডে কয়েক বছর ধরে কাজ করছেন। তাকে শেষবার বলিউড অভিনেত্রী টাবুর সঙ্গে ‘খুফিয়া’ নামক একটি হিন্দি ছবিতে দেখা গিয়েছিল। তার অভিনয় বেশ প্রশংসনীয়। যাইহোক, এত বড় অভিনেত্রী হয়েও ভারতে যাওয়ার জন্য ভিসা পাচ্ছেন না বাঁধন!।কিন্তু কেন?
জানা গেছে, ভারতের সরকারি প্রতিষ্ঠান কর্ণাটক চলচ্চিত্র একাডেমি আয়োজিত ১৫তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল জুরি হওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন বাংলাদেশের অভিনেত্রী ও মডেল আজমেরী হক বাঁধন।
গত ২৯ ফেব্রুয়ারি থেকে উৎসব শুরু হলেও ভিসা জটিলতার কারণে নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারেননি এই অভিনেত্রী। এ কারণে উৎসবে যোগ দেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
যদিও গতকাল রোববার ভিসা পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিলেন বাঁধন। ভিসা পেলে আজ সোমবার উৎসবে যোগ দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু আজও তিনি ভিসা পাননি। ফলে শেষ পর্যন্ত উৎসবে যোগ দিতে পারবেন কিনা তা নিয়ে শংকা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
এ বিষয়ে বাঁধন গণমাধ্যমকে বলেন, উৎসবটি কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে শুরু হয়েছে ২৯ ফেব্রুয়ারি। এটা ৭ মার্চ পর্যন্ত চলবে। সে হিসাবে অনুষ্ঠান চলবে আর তিনদিন। কিন্তু এখনো ভিসা হাতে পাইনি। কবে পাব তাও বলতে পারছি না, পেলে হয়তো সমাপনী অনুষ্ঠানে যোগ দেব।
তিনি আরও বলেন, আমার সঙ্গে আয়োজকরা নিয়মিত যোগাযোগ রাখছেন। সেই সঙ্গে দূতাবাসেও কথা বলছেন তারা। আমার জন্য এখনো হোটেল বুকিং রেখেছেন, বিমানের টিকিট রেখেছেন।
বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়া সিনেমা কম্পিটিশন বিভাগের পাঁচ জুরির একজন ছিলেন বাঁধন। ওই বিভাগের চেয়ারপারসন রুশ শিক্ষাবিদ নিনা কোচলেইভা। অন্য জুরিরা হলেন- ভারতীয় সাংবাদিক, লেখক ও চলচ্চিত্র পরিচালক এনএস শংকর, স্পেনের চলচ্চিত্র সমালোচক রোশানা জি আলোনসো এবং যুক্তরাজ্যের নির্মাতা ক্যারি রাজন্দর সাহনি।
মোরশেদুল রবি