মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
22 Nov 2024 01:24 pm
শাহ্ আলী বাচ্চু জামালপুর:জামালপুরের মেলান্দহে ৫ মাদকসেবনের দায়ে ১৫ দিন করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ৫০০ টাকা করে আর্থিক জরিমানা করা হয়েছে মাদক সেবিদের।
২৩ জানুয়ারী মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমানের ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ দেন।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুরের সহায়তায় মেলান্দহ পৌর শ্মশান ঘাট এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় তাদের হাতেনাতে আটক করা হয়।
দণ্ডাদেশপ্রাপ্ত ৫ মাদকসেবী হলেন- কৃষ্ণচন্দ্র ঘোষ (৩০), শ্রী গনেশ চন্দ্র বিশ্বাস (৫২), পরেশ চন্দ্র দাস (৪৬), সুধাংশু বাবু (৩২) ও মো. বিশু মিয়া (৫১)।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান জানান, আটক মাদকসেবীদের প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় ৫০০ টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।