মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
23 Nov 2024 03:43 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ জেলার ফুলছড়ি উপজেলার গজারিয়াতে নিষিদ্ধ বরিং ড্রেজার মেশিন দিয়ে ভূগর্ভস্থ বালু উত্তোলন করা হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, সুইচগেটসহ ফসলি জমি। অতিরিক্ত বালু উত্তোলনের ফলে যেকোনো সময় এ স্থানটি ধসের আশঙ্কা রয়েছে। এছাড়াও এর ফলে মারাত্মক হুমকির মুখে পড়ছে ওই এলাকার শতাধিক বাড়িঘর।
গত কয়েক দিন ধরে উপজেলার গজারিয়া ইউনিয়নের নীলকুঠি-কাতলামারী বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাঙ্গাপাড়া এলাকায় সুইচগেট সংলগ্ন এলাকায় দিনভর একটি খাল থেকে বরিং ড্রেজার মেশিন দিয়ে বালু তোলার অভিযোগ উঠেছে।
এখানে প্রায় দেড় হাজার ফুট দূরের একটি পুকুর ভরাট করাসহ ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছে। পার্শ্ববর্তী ভাঙ্গামোড় গ্রামের মৃত চারু মিয়া ছেলে প্রভাবশালী রুহুল আমীন দীর্ঘদিন জোরপূর্বক বালু তুলছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। আত্মঘাতী এই ড্রেজার দিয়ে সমতল মাটির তলদেশ থেকে বালু উত্তোলনের ফলে ফসলি জমি দেবে যাওয়াসহ আশপাশের পরিবেশেরও ভয়াবহ ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।
গজারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খোরশেদ আলী খান বলেন, বরিং ড্রেজার পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।
ফুলছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিলা তাসনিম বলেন, এ বিষয়ে কিছু জানি না।