বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
21 Aug 2025 07:41 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:- ভুটানের সদ্য সমাপ্ত নির্বাচনে জয়ী হয়ে পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) শীর্ষ নেতা শেরিং তোবগে (৫৮) সরকার গঠন করতে চলেছেন। দেশটির নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন তিনিই।
ভুটানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল ভুটান ব্রডকাস্টিং সার্ভিস জানিয়েছে, গত বুধবার (৯ জানুয়ারি) অনুষ্ঠিত ন্যাশনাল অ্যাসেম্বলির নির্বাচন হয়েছে। ন্যাশনাল অ্যাসেম্বলির ৪৭টি আসনের ৩০টিতে জয় পেয়েছে পিডিপি।
আর বাকি ১৭টি আসনে জয় পেয়েছে ভুটান তেন্দ্রেল পার্টি। অন্যদিকে সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী লোটে শেরিং এবং তার রাজনৈতিক দল দ্রুক নিয়ামরুপ শোগপা (ডিএনটি) একটিও আসন পায়নি।
হিমালয় পার্বত্য অঞ্চলের দেশ ভুটানের পার্লামেন্ট দ্বিকক্ষবিশিষ্ট। পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির মোট আসন ৪৭টি। ২০০৮ সালে ঐতিহ্যবাহী রাজতন্ত্র থেকে সংসদীয় সরকারে রূপান্তরিত হওয়ার পর এটি ছিল ভুটানের চতুর্থ সাধারণ নির্বাচন।
শেরিং তোবগে একাধারে রাজনীতিবিদ, পরিবেশ আন্দোলন নেতা এবং আইনজীবী। এর আগে ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ভুটানের প্রধানমন্ত্রী ছিলেন তিনি।