বৃহস্পতিবার, ০৪ জানুয়ারী, ২০২৪
22 Aug 2025 12:27 am
![]() |
৭১ভিশন ডেস্ক:- ইরানের প্রয়াত শীর্ষ কমান্ডার কাসেম সোলাইমানির স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে জোড়া বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০৩ এ দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় দুই শতাধিক মানুষ। যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন।
বুধবার (৩ জানুয়ারি) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেরমান শহরে কাশেম সোলাইমানির সমাধিস্থলের পাশে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিস্ফোরণের একাধিক ভিডিওতে বেশ কিছু মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বুধবার কাসেম সোলাইমানির চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শত শত মানুষ হেটে হেটে তার সমাধিস্থলের দিকে যাচ্ছিল। এ সময় হঠাৎ করেই বিকট শব্দে একটি বোমা বিস্ফোরিত হয়। এর কিছুক্ষণ পর বিস্ফোরিত হয় আরও একটি বোমা। ঘটনাস্থলেই প্রাণ যায় অন্তত ২০ জনের। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় বাকিদের।
প্রাথমিক তদন্তে কর্তৃপক্ষ বলছে, রিমোট নিয়ন্ত্রিত বোমার মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এদিকে কেরমানের ডেপুটি গভর্নর বিস্ফোরণের এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছেন।