শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
18 Apr 2025 04:26 am
![]() |
৭১ভিশন ডেস্ক:- সংসদ উপনেতা ও শেরপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।
তিনি বলেন, আগেও আপনাদের ভোটে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে কাজ করেছি। আপনাদের সমস্যা জানানোর আগেই তা সমাধানের চেষ্টা করেছি। ভবিষ্যতে নির্বাচিত হয়ে এই এলাকার শিক্ষা-সংস্কৃতিসহ সার্বিক উন্নয়নের চেষ্টা করবো।
বৃহস্পতিবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের বালুঘাটা বাজার সংলগ্ন উত্তর নাকশী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, তরুণ ও যুবক সমাজ দেশের ভবিষ্যত। তাই তরুণ সমাজকে কাজে লাগানোর জন্য শেখ হাসিনার সরকার বারবার দরকার। সুতরাং আপনারা নৌকায় ভোট দেবেন তরুণ ও যুবকদের জন্য, মুরব্বিদের জন্য।