বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
22 Nov 2024 12:59 pm
এইচএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হয়েছে। এতে ১১টি শিক্ষাবোর্ডে ছয় হাজারের বেশি পরীক্ষার্থীর ফলাফলে পরিবর্তন হয়। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৭৩১ জন।
সবচেয়ে বেশি ফল পরিবর্তন হয়েছে ঢাকা বোর্ডে। নতুন করে জিপিএ-৫ পাওয়ার দিক দিয়েও এ বোর্ড শীর্ষে। আর ফেল থেকে পাসের সংখ্যায় এগিয়ে ময়মনসিংহ বোর্ড।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডে ফল পরিবর্তন হয়েছে ২ হাজার ২৩৭ জনের। মোট আবেদন করেছিলেন ৬৫ হাজার ৬৯৩ জন পরীক্ষার্থী। এ বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৩৬ জন। ফেল থেকে পাস করেছেন ১৪৯ জন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২৭ হাজার ২৭২ শিক্ষার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেন। এরমধ্যে ৮৮৭টি উত্তরপত্র পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছেন ১৫২ জন। গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছেন ৭৯ শিক্ষার্থী।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৬৮ জন। মোট ফলাফল পরিবর্তন হয়েছে ৮২১ জনের। ফেল থেকে পাস করেছেন ৪৮৩ জন। যশোর বোর্ডে ২৬৪ জনের ফলাফলে পরিবর্তন এসেছে। এরমধ্যে ফেল থেকে পাস করেছেন ৩৬ জন। আর নতুন করে ৪২ জন জিপিএ-৫ পেয়েছেন। তাদের মধ্যে একজন ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন।
দিনাজপুর শিক্ষা বোর্ডে ৩০৮ জনের ফল পরিবর্তন হয়েছে। ৩৩ জন শিক্ষার্থী নতুনভাবে জিপিএ-৫ পেয়েছেন। রাজশাহী শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৪৭ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ৩০ জন। ফল পরিবর্তন হয়েছে ২১৭ জনের।
পুনঃনিরীক্ষণে সিলেট বোর্ডে ফেল থেকে পাস করেছেন ২৪ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ৫ জন পরীক্ষার্থী। ফল পরিবর্তন হয়েছে ১১৫ জনের। বরিশাল বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৩৬ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ২৩ জন পরীক্ষার্থী। মোট ২৬৫ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।
কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১৩১ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ৬৩ জন পরীক্ষার্থী। ফল পরিবর্তন হয়েছে ৬৭০ জনের।
এদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ১৩৬ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এরমধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৪ জন। ফেল থেকে পাস করেছেন ৩১ জন। আর জিপিএতে পরিবর্তন হয়েছে ৬৮ জনের।
কারিগরি বোর্ডে ৬ হাজার ২৮৯ জন শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেন। এরমধ্যে ফেল থেকে পাস করেছেন ৩৩৭ জন। ফল পরিবর্তন হয়েছে ১০ জনের। জিপিএ-৫ বেড়েছে ১৬ জনের।
গত ২৬ নভেম্বর চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়। এবার দেশের ১১ শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন। পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। জিপিএ-৫ পান ৯২ হাজার ৫৯৫ জন। তবে পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ ও পাস করা শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়লো।