বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
22 Nov 2024 06:59 am
মো.সফিকুল আলম দোলন,জেলা পঞ্চগড় প্রতিনিধি:-উত্তরের জেলা প গড়ে বেড়েই চলছে শীতের প্রকোপ। গত কয়েক দিন ধরে এ জেলার উপর দিয়ে হিমেল বাতাস বয়ে যাওয়ার কারণে তাপমাত্রা ১৬ থেকে ৯ ডিগ্রির ঘরে উঠানামা করছে। ৪ দিন ধরে দেশের সর্বনি¤œ তাপমাত্রা বিরাজ করছে প গড়ে।
এদিকে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৯ টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষনগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ ।এদিকে সরজমিনে দেখা যায়, সন্ধ্যার পর থেকেই উত্তর দিক থেকে হিমেল বাতাস বইতে শুরু করে। চারপাশে কুয়াছন্ন পরিবেশের সাথে শীতের তীব্রতা বৃদ্ধি পায়। মধ্যে রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাঁদরে ঢেকে থাকছে চারপাশ।
সকালের পর সূর্যের আলো দেখা মিললেও তেমন উত্তাপ ছড়াচ্ছে না । ফলে শীতের কারণে দূর্ভোগে পড়েছেন নি¤œ আয়ের মানুষরা। শীতের কারণে যেতে পারেন না অনেকেই কাজে। কারণ এ জেলার নি¤œ আয়ের মানুষরা বেশীর ভাগ পাথর,চা শ্রমিক ও দিনমজুর। ফলে শীতে কাহিল তারাও।এদিকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, এ জেলা থেকে হিমালয় অনেক কাছে অবস্থিত হওয়ার কারণে প্রতিবছর তাপমাত্রা হ্রাস পায় এবং শীতের তীব্রতা বেশী থাকে। যে তাপমাত্রা বিরাজ করছে তা আরও হ্রাস পাবে এবং শীতের প্রকোপও বৃদ্ধি পাবে।
এদিকে জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, প্রতি বছর এ জেলায় শীত বেশী থাকে । এবারো শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে আমরা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ শুরু করেছি। এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীতবস্ত্র চেয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। যারা প্রকৃত গরীব,অসহায় ও শীতার্ত তাদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।