মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
22 Nov 2024 02:13 pm
নুরনবী রহমান স্টাফ রিপোর্টারঃ-আসন্ন ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণসংযোগ করেছেন জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতিকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ।
সোমবার (১৮ ডিসেম্বর) বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দুপুরে প্রতীক বরাদ্দ দেওয়ার কার্যক্রম শুরু করেন, বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। এতে ৩৭ বগুড়া-২ শিবগঞ্জ আসন হতে জাতীয় পার্টির মনোনীত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্ এমপি হাতে লাঙ্গল প্রতীক বরাদ্দ তুলে দেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান।
প্রতীক পাওয়ার পরপরই তিনি নেতাকর্মীদের নিয়ে মহাস্থান হযরত শাহ সুলতান (রহঃ) এর মাজার জিয়ারত করে প্রচার-প্রচারণায় তার নিজ এলাকা মহাস্থানে গণসংযোগ করেন। তিনি মহাস্থান বন্দর এলাকায় ব্যবসায়ী ও জনসাধারণের মাঝে ভোট ও দোয়া চেয়ে গণসংযোগ করেন।
গণসংযোগকালে এমপি জিন্নাহ বলেন, ‘আমি মহাস্থান এলাকার সন্তান। এই মহাস্থানই আমার বেড়ে ওঠা, ব্যবসা-বাণিজ্য, রাজনীতি সবই এখানে। মহাস্থানে বসবাস ব্যবসায়ীদের ৮০ ভাগই আমাদের গড় ও মহাস্থান গ্রামের লোক। আমি আপনাদের ছেলে, ভাই, বন্ধু হিসেবে আপনাদের কাছে দাবি নিয়ে এসেছি। বাংলাদেশের উন্নয়নের রূপকার পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের দল জাতীয় পার্টি থেকে ৩৭ বগুড়া-২ শিবগঞ্জ আসনে জাতীয় নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনাদের দোয়া, ভালোবাসা, সমর্থন রয়েছে বলেই আমি গততে ২ বার এমপি হতে পেরেছি। এতদূর আসতে পেরেছি শুধু আপনাদের জন্য। ইনশাআল্লাহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী ৭ জানুয়ারি পুনরায় লাঙ্গল মার্কা বিপুল ভোটে জয়লাভ করবো। মনে রাখবেন, লাঙ্গলের বিজয় মানে জনতার বিজয়৷ লাঙ্গলের বিজয় মানেই শিবগঞ্জ উপজেলাবাসীর বিজয়।
গন সংযোগে উপস্থিত ছিলেন,জেলা জাতীয় পার্টির সহ- সভাপতি ছামসুল আলম তালুকদার,শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এরফান আলী, সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালেব চেয়ারম্যান,রায়নগর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোশারফ হোসেন,রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক হুসাইন শরীফ সঞ্চয় এমবিএ,এমপি পুত্র ব্যারিষ্টার তাসবীর শরীফ সাম্য,ইউপি সদস্য বেলাল মন্ডল,আবু রায়হান, মহসিন আলী, জাপা নেতা আবুল হোসেন,বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম দুলাল, হেলাল উদ্দিন,শাহজাহান আলী,আশরাফুল ইসলাম,মোজাফফর হোসেন, সাইফুল ইসলাম,কামরুল ইসলাম,ফারুক হোসেন,সিরাজুল ইসলাম,মুঞ্জু রহমান,রাজা মিয়া,জাতীয় যুব সংহতি নেতা ছানাউল হক ছানা, দেলোয়ার হোসেন,রাহেল বাকী,জিহাদ হাসান আল আমিন,রবিউল ইসলাম রবি,আল আমিন,ফাইজুল ইসলাম,আরিফ ইসলাম সুমন,রাহাত ফয়সাল রুনু,ব্যবসায়ী জিহাদুল হাসান শালুক সহ জাতীয় পার্টি,জাতীয় যুব সংহতি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।