বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
08 Apr 2025 05:24 am
![]() |
পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে অননোমুদিত খাদ্য তৈরী করাসহ বাজারজাত করার অপরাধে পৌরসভার প্রজাপাড়া এলাকার বেকারীর মালিক মোঃ সাজু মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (১৩ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান নির্বাহী বিচারক হিসেবে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদন্ডাদেশ প্রদান করা হয়। এ সময় পুলিশ বিভাগের সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড প্রদানে ব্যর্থ হওয়ায় আসামি কে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান জানান , জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।