বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
25 Nov 2024 12:57 am
৭১ভিশন ডেস্ক:- রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে আরো ২০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ এই প্যাকেজের মধ্যে আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধির সরঞ্জামসহ আর্টিলারি গোলাবরুদ ও ট্যাংক-বিধ্বংসী অস্ত্রও রয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) যুক্তরাষ্ট্র অতিরিক্ত এই ২০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করে।
বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, ইউক্রেনের ‘গুরুত্বপূর্ণ’ নিরাপত্তা ও প্রতিরক্ষা চাহিদার প্রয়োজনীয়তা পূরণের জন্য এই সহায়তা ঘোষণা করেছে বাইডেন প্রশাসন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) দেওয়া এক পোস্টে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি অটুট রয়েছে।
ইউক্রেনের জন্য নতুন এই সহায়তা প্যাকেজ এমন এক সময়ে ঘোষণা করা হল যখন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎসহ সহায়তা অব্যাহত রাখার আবেদন নিয়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফর করছেন।