মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
23 Apr 2025 12:04 pm
![]() |
মোহাম্মদ ফিরোজ,সৌদিআরব প্রতিনিধি: -বাংলাদেশ রিপোর্টার এসোসিয়েশন সৌদিআরব পশ্চিমাঞ্চল এর প্রধান উপদেষ্টা ও চ্যানেল আই এর জেদ্দা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক রুমি সাঈদ
দেশে চলে যাওয়ায় প্রবাসীদের সাংবাদিকদের সংগঠনের পক্ষ থেকে এক বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।
প্রবাসী সাংবাদিদের সংগঠন বাংলাদেশ রিপোর্টার্স এসোসিয়েশন সৌদিআরব পশ্চিমাঞ্চলের উদ্যোগে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার স্থানীয় সময় রাত ৯টায় তাওয়াফ কোম্পানির অফিসে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
বাংলাদেশ রিপোর্টার্স এসোসিয়েশন সৌদিআরব পশ্চিমাঞ্চলের আহবায়ক সোহেল রানার
সভাপতিত্বে ও সদস্য সচিব হানিছ সরকার উজ্জল ও মোহাম্মদ ফিরোজ এর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স এসোসিয়েশন সৌদিআরব পশ্চিমাঞ্চলের প্রতিষ্ঠাতা সভাপতি চ্যানেল আই এর বিশেষ প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিন।বিশেষ অতিথি সাজিদুল ইসলাম, মাসুদ সেলিম, মোহাম্মদ সেলিম, বাহার উদ্দিন বকুল, কামাল পারভেজ অভি, কাউছার আব্দুস সালাম, রফিকুল হক চৌধুরীরী ও স্বপন প্রমুখ।
সংবর্ধিত অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক রুমি সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন ও শফিউল আলম মনির,
সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে সম্মাননা স্মারক দেওয়ার পাশাপাশি আজীবন সদস্য হিসেবে রাখার ঘোষণা দেন। পরিশেষে, সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক বাহার উদ্দিন বকুল।
বক্তারা বলেন, প্রবাসে সাংবাদিকতার পেশাটা অনেক চ্যালেঞ্জিং পেশা ছিলো, অনেক প্রতিকূল ও চাপের মুখোমুখিও হতে হয়েছে বিভিন্ন সময়। সাহসের সাথে তা মোকাবেলা করে এ সাংবাদিকতা কীভাবে করতে হয় তা সাংবাদিকতার শিখিয়েছে সাহসী হতে" সাংবাদিক রুমি সাঈদ ।
তারা আরো বলেন, "বাংলাদেশ রিপোর্টার্স এসোসিয়েশন একটা পরিবার। যে এটা আপন করতে পারবে সেই বুঝতে পারবে বিষয়টা। রিপোর্টার্স এসোসিয়েশন কখনো কোনো সত্য প্রকাশে আপোষ করেনি। "আমরা নির্ভীক সত্য লিখবোই" এই ধারা বজায় রেখে রিপোর্টার্স এসোসিয়েশন সৌদিআরব পশ্চিমাঞ্চল এগিয়ে যাবে অনেকদূর।"