সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
25 Nov 2024 01:23 am
ব্যক্তিজীবন কিংবা সিনেমা বিভিন্ন কারণেই আলোচনায় থাকেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি। মাত্র কয়েক মাসের ব্যবধানে স্বামী শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদ এবং সব থেকে কাছের মানুষ নানাভাইয়ের মৃত্যু তাকে বিষাদে ডুবিয়ে দিয়েছে। তবে কোনোভাবেই ভেঙে পড়ার মানুষ নন বলে জানান এ অভিনেত্রী।
রোববার একটি স্কিনকেয়ার ও কসমেটিকস প্রতিষ্ঠানের আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন পরীমনি।
সেখানে তিনি বলেন, ‘অনেক বেশি কাজ করতে হবে, বিষয়টি তা না। আমি হারিয়ে যাইনি। আমি ঢাকাই সিনেমায় আছি, ভালোভাবেই আছি। জীবন হয়তো আমার কাছে পরীক্ষা নিচ্ছে। আমি ভেঙে পড়ার মানুষ নই।’
পরী বলেন, ‘সুন্দর সুন্দর সিনেমা করতে চাই। সংখ্যাটা বড় না। ভালো ভালো সিনেমায় আমাকে দেখতে চাই। প্রতিদিন আমার কাছে স্ক্রিপ্ট আসছে। ধীরে ধীরে কাজ করতে চাই। অসংখ্য কাজ তো কোনো শিল্পীই করতে পারবেন না। আমি সিদ্ধান্ত নিয়েছি— একদম বেছে বেছে, ভালো ভালো কাজ করব। এখন আমার সন্তান আছে, তাকে সময় দিতে হয়। সব কিছু ভেবেই শুটিং করতে হবে।’
চিত্রনায়িকা বলেন, ‘সন্তানের প্রাধান্য আমার কাছে বেশি। সিনেমাও করব। কিন্তু সন্তানকে সময় দেব না— এটা ভাবতেই পারি না। তবে এর ভেতরে বেশ কিছু চলচ্চিত্র ও বিজ্ঞাপনী সংস্থার কাজ করছি। নানু মারা যাওয়ার পর আসলে আমার স্বাভাবিক হতে বেশ খানিকটা সময় লাগবে। তবে কাজ করে যেতে চাই। নিজের কঠিন সময়ে যাদের পাশে পেয়েছি, সত্যিই তাদের কোনো দিন ভুলব না।’
প্রসঙ্গত সর্বশেষ ‘ডোডোর গল্প’ সিনেমার কাজ শেষ করেছেন পরীমনি। সরকারি অনুদানপ্রাপ্ত এ ছবিটি পরিচালনা করেছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক। এতে পরীমনির সঙ্গে জুটি বেঁধেছেন সাইমন সাদিক।