বুধবার, ০৬ ডিসেম্বর, ২০২৩
31 Jul 2025 07:55 pm
![]() |
বগুড়া সদর প্রতিনিধি:-বগুড়া শহরের নামাজগড় এলাকায় আরিফ হোসেন (২২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে নামাজগড় সুলতানগঞ্জপাড়া সড়কে এ ঘটনা ঘটে।আরিফ হোসেন বগুড়া পৌরসভার ১৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহুরুল ইসলামের ছেলে। তিনি নামাজগড় সংলগ্ন গোয়ালগাড়ি এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতেন।প্রত্যক্ষদর্শীরা জানান, আরিফ হেঁটে গলির সড়ক দিয়ে বাসার দিকে যাচ্ছিলেন। দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে গলা ও হাতে কোপ দিয়ে দুটি মোটরসাইকেলে চারজন এবং দুজন দৌড়ে গলিপথ দিয়ে পালিয়ে যায়। আরিফ কিছু দূর দৌড়ে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই পুলিশ ওই এলাকায় তল্লাশি করে ড্রেন থেকে একটি হাসুয়া উদ্ধার করেছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।