বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
24 Nov 2024 07:35 am
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রাজশাহী-১ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন নায়িকা মাহিয়া মাহি।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে রাজশাহী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদের কাছে এ মনোনয়নপত্র জমা দেন তিনি।
স্বতন্ত্র প্রার্থী হওয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথম স্বতন্ত্র বললেই আমার মনে কষ্ট লাগে। কারণ আমি আমার ভেতরে মনে প্রাণে বঙ্গবন্ধুকে লালন করি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ লালন করি, তার নৌকাকে নিজের নৌকা মনে করি।
যেহেতু এবার মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন কোনো এলাকায় যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী বের না হয়ে আসে সেটার দিকে কড়া নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আমাদের আশেপাশে যারা আছে, ছোট ছোট দল আছে তাদেরকে আমরা যাতে হান্ড্রেড পার্সেন্ট উৎসাহ দেই- এই নির্বাচন বরাবরের মতই সুষ্টু নির্বাচন হবে আপনারা এই নির্বাচনে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, মাহিয়া মাহি এর আগে গত ১৮ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে নৌকা প্রতীকে প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেন। তিনি ওই আসনে মনোনয়ন পাননি। পরে রাজশাহী-১ আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন।
এর আগে ২০২২ সালে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়নপত্র কিনেছিলেন মাহি। যদিও সেবার দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমানকে।