রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
02 Aug 2025 11:08 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:->বিএনপির সঙ্গে সংঘর্ষে পারভেজ (৩২) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তাকে এক ছাত্রদল নেতা কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংঘর্ষ চলাকালে পুলিশ কনস্টেবল পারভেজকে এক ছাত্রদল নেতা কুপিয়ে হত্যা করেছে। সেই ফুটেজ আমাদের কাছে আছে। এর আগে, রাজধানীর দৈনিক বাংলা মোড়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে পারভেজ নামে এক পুলিশ কনস্টেবল নিহত হন। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে।আসাদুজ্জামান খান কামালএদিন নয়াপল্টন ও আশপাশের এলাকায় বিক্ষিপ্ত সংঘর্ষে এ পর্যন্ত পথচারী, সাংবাদিক ও পুলিশসহ আহত অন্তত ৪০ জন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছে|