|
৭১ভিশন ডেস্ক:->হরতালকে কেন্দ্র করে বগুড়ায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। রবিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে শহরের গালাপট্টি সড়কে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। পরে উভয় পক্ষ তাদের নিজ নিজ কার্যালয়ের দিকে ফিরে যায়।সংঘর্ষে দুই পক্ষেরই নেতাকর্মী আহত হয়েছেন। আহত হয়েছেন একাধিক পুলিশ সদস্যও। এদিকে সংঘর্ষের ঘটনায় এক পক্ষ আরেক পক্ষকে দায়ী করছে। বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় পুলিশের একাধিক সদস্যও আহত হয়েছেন। হরতালকে কেন্দ্র করে বগুড়ায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। রবিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে শহরের গালাপট্টি সড়কে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। পরে উভয় পক্ষ তাদের নিজ নিজ কার্যালয়ের দিকে ফিরে যায়। সংঘর্ষে দুই পক্ষেরই নেতাকর্মী আহত হয়েছেন। আহত হয়েছেন একাধিক পুলিশ সদস্যও। এদিকে সংঘর্ষের ঘটনায় এক পক্ষ আরেক পক্ষকে দায়ী করছে। বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় পুলিশের একাধিক সদস্যও আহত হয়েছেন। জানা যায়, রবিবার সকাল থেকেই হরতালের সমর্থনে বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনের জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। অপরদিকে হরতালের প্রতিবাদে জেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা শহরের সাতমাথায় শান্তি সমাবেশে অবস্থান নেন। সকাল সাড়ে ৯টার দিকে উভয় পক্ষ মিছিল নিয়ে গালাপট্টি সড়কে এলে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পালটাধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ছাড়াও দুই পক্ষ থেকেই ককটেল নিক্ষেপ করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ বিষয়ে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, শান্তিপূর্ণ হরতালে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের ওপর প্রথমে হামলা চালিয়েছে। পরে আমি গিয়ে আমাদের নেতাকর্মীদের সরিয়ে নিয়ে আসি। আমাদেরও ৪-৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। বর্তমানে আমাদের মিটিং চলছে। জানতে চাইলে বগুড়া জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে শহরের গালাপট্টি এলাকায় শহর বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল, শহর যুবলীগের সাধারণ সম্পাদক উদয় কুমার বর্মণ, আওয়ামী লীগ নেতা আমজাদ, ছাত্রলীগ নেতা নাইমসহ আমাদের আটজন আহত হয়েছেন।