মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
31 Jul 2025 07:35 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:- কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ট্রেন এগারোসিন্ধুর সঙ্গে মালবাহী ট্রেনের ভয়াবহ দুর্ঘটনায় হতাহতের ঘটনায় জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোক বার্তায় বিরোধী দলীয় নেতা বলেন," ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনা বেড়েই চলছে। এ নির্মম মৃত্যু সহজে মেনে নেয়ার নয়।"
সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, ‘তদন্তে দুর্ঘটনার জন্য দায়ী কিংবা কর্তব্যে অবহেলার প্রমাণ মিললে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।’
বিরোধী দলীয় নেতা নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনাসহ আহতদের সুচিকিৎসা ও দ্রুত সুস্থতা কামনা করেন এবং নিহত ও আহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।