রবিবার, ০৮ অক্টোবর, ২০২৩
25 Nov 2024 01:43 am
ভারতে অনুষ্ঠেয় আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে যাত্রাটা মোটেই ভালো হয়নি বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। নিজেদের প্রথম ম্যাচে গেলবারের রানার্স-আপ নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়েছে ইংলিশরা। আর কিউইদের সঙ্গে এমন শোচনীয় পরাজয় কোনোভাবেই মানতে পারছেন না ইংলিশ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। যে কারণে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে রীতিমতো হুমকিই দিয়ে রাখলেন এই অলরাউন্ডার।
লিভিংস্টোনের দাবি, বর্তমান ইংল্যান্ড দল কোনো ম্যাচ হারলে পরবর্তী ম্যাচে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। তাই বাংলাদেশের বিপক্ষে আক্রমণাত্মক খেলার হুমকি দিয়ে রাখলেন তিনি।
এই অলরাউন্ডারের ভাষায়, একটা ম্যাচ দিয়ে একটা টুর্নামেন্ট বিবেচনা করা যাবে না। আমরা যখন কোনো ম্যাচ হেরে যাই, তখন পরের ম্যাচে আরও বেশি আক্রমণাত্মক হয়ে যাই। মঙ্গলবার (বাংলাদেশ ম্যাচ) ম্যাচেও আমাদের এমন কিছু করার সুযোগ আছে।
এদিকে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি ধর্মশালায় অনুষ্ঠিত হবে। ইংলিশদের কাছে এই কন্ডিশনও বেশ পরিচিত। লিভিংস্টোনের মন্তব্য, ইংল্যান্ডের সঙ্গে মিল আছে ধর্মশালার কন্ডিশন।
তার ভাষ্য, এটা অসাধারণ একটি মাঠ। দিনটা ভালো গেলে এটা ব্যাটিং করার জন্য দারুণ জায়গা। এখানকার কন্ডিশন আমাদের সঙ্গে ভালো স্যুট করে। সেখানে বাউন্ডারি এতটা বড় নয়। সেই সঙ্গে আমাদের যে শক্তি আছে, তাতে এটা আমাদের জন্য আরও ভালো হবে। অতীতে যা হয়েছে, সেটি ভুলে আমরা ঘুরে দাঁড়াতে চাই।