বুধবার, ০১ মার্চ, ২০২৩
22 Nov 2024 12:56 pm
চলতি বছরের শুরুতেই মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের ক্লাব আল-নাসরে নাম লিখিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে শুরুর দিকে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। ফলে সমর্থকদের সমালোচনার মুখে পড়েছিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।
তবে শুরুর দিকের সেই হতাশাকে পিছনে ফেলে ফর্মে ফিরে এসেছেন ৩৮ বছর বয়সী রোনালদো। চলতি আসরের সৌদি প্রো লিগের প্রতি ম্যাচে মাঠ মাতিয়ে তার ক্লাব আল-নাসরকে নিয়ে উঠেছেন পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে। যার পুরস্কারও পেয়ে গেলেন সাবেক রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও ম্যানচেষ্টার ইউনাইটেড তারকা। লিগের ফেব্রুয়ারি মাসের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন রোনালদো।
সৌদির প্রো লিগে গেল মাসে আল-নাসরের হয়ে তিন ম্যাচে মাঠে নেমেছিলেন রোনালদো। যেখানে তিনি দুই হ্যাটট্রিকসহ মোট ৮ গোল করেছেন। পাশাপাশি সতীর্থদের আরও ২টি গোলে সহায়তাও করেছেন তিনি। গত ৩ ফেব্রুয়ারি ক্লাব ক্যারিয়ারের ৭’শ গোলের রেকর্ড স্পর্শ করেন রোনালদো। এর ঠিক ৬ দিন পরই আল-ফাতেহ’র বিপক্ষে হ্যাটট্রিকসহ চার গোল করেন তিনি। আর গত শনিবার মাসের শেষ ম্যাচে ফের হ্যাটট্রিক করেন রোনালদো।
এমন নৈপুণ্যে রোনালদোর ক্লাব আল-নাসরে শিরোপার পথে এগিয়ে চলছে। আর এমন অনবদ্য পারফরম্যান্সে ভর করে মাসসেরা ফুটবলার নির্বাচিত হন রোনালদো। তাই ইউরোপ ছেড়ে এসে সৌদিতে যে সময়টা বেশ উপভোগ করছেন তা আর বলার অপেক্ষা রাখে না।