রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
17 Jul 2025 03:27 pm
![]() |
নুরনবী রহমান স্টাফ রিপোর্টারঃ- বগুগা সদর উপজেলা শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা দক্ষিন পাড়া মহি উদ্দিন আলিম মাদ্রাসা থেকে তেলিহারা পশ্চিম পাড়া পাকা রাস্তা নির্মান কাজের উদ্বোধন
প্রধান অতিথি হিসাবে রাস্তা পাকা করণ কাজের উদ্বোধ করেন বগুড়া সদর -৬আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি। রাস্তা উদ্বোধন শেষে মাদ্রাসা হল রুমে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন আমি আপনাদের এলাকার সন্তান, এলাকার ভালমন্দ আমি ভাল বুঝি।
বাহিরে থেকে এসে এলাকার কেউ কোন দিন উন্নয়ন করবেনা বা কোন দিন করেনি। বর্তমান সরকার উন্নয়নের সরকার। তাই আগামী নির্বাচনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থীকে ভোট দিয়ে এলাকা ও দেশের উন্নয়নের করার সুযোগ দেওয়ার জন্য সকলের প্রতি তিনি আহবান জানান।এলাকা ও দেশের উন্নয়নে আওয়ামীলীগের বিকল্প নেই।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ডা. আলাউদ্দিনের সভাপতিত্বে এসময় বক্তব্য সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু সুফিয়ান সফিক, উপজেলা উপ- প্র্কৌশলী রেজাউল ইসলাম, শেখের কোলা ইউপির চেয়ারম্যান মীর্জা হাকিম, সাবেক চেয়ারম্যান নজমল হক বকুল, শাহজাহকন আলী ধলু, ইউপি সদস্য তাজুল ইসলাম, এমদাদুল হক, নতুন সরকার অধ্যক্ষ একরামুল হক, উপাধ্যক্ষ আব্দুল বারী , পপ্রভাষক হেফজুল বারী, ওয়াজেদ মামুন, হেলাল উদ্দিন, নুরুল আলম, ফজলুর রহমান, আতিকুর রহমান, আব্দুল লদিফ, আনোয়ার হোসেন, শফিকুল ইলাম, আব্দুল মজিদ, লাহিড়ীপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক শ্রী উজ্জল সরকার, রব্বানী, মোকলেছার রহমান দিপু, ঠিকাদার আবু সাইদ, সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।