শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
17 Jul 2025 02:52 pm
![]() |
শাহ্ আলী বাচ্চু জামালপুর জেলা প্রতিনিধিঃ- জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ফাহিম হাসান (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৬সেপ্টেম্বার) সকাল ১০টার দিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া উত্তরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশু ফাহিম হাসান ধানুয়া উত্তরপাড়া গ্রামের মোক্তার হোসেনের ছেলে।
জানা যায়, সকালে বন্ধুদের সঙ্গে খেলতে যায় ফাহিম হাসান। দীর্ঘক্ষণ ধরে বাড়িতে না ফেরায় ফাহিমকে খোঁজাখুঁজি করতে থাকেন তার মা-বাবা ও বাড়ির লোকজন। পরে বাড়ির পাশে একটি পুকুরে ভাসমান অবস্থায় ফাহিম হাসানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বিষয়টি নিশ্চিত করেছেন ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি।