মঙ্গলবার, ০১ আগস্ট, ২০২৩
26 Nov 2024 11:51 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- দুর্নীতি-লুটপাট বন্ধ করে গ্যাস-বিদ্যুতের দাম কমানোসহ লোডশেডিং বন্ধের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ আগস্ট) সামাজিক সংগ্রাম পরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে শহরের গানাসার্স মার্কেটের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন-গণফোরামের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা, ওয়ার্কাস পার্টির জেলা সভাপতি প্রনব চৌধুরী খোকন, সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, বাসদের জেলা সভাপতি গোলাম রব্বানী, কৃষক-শ্রমিক জনতালীগের জেলা সভাপতি অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, বাসদ মার্কসবাদীর জেলা সদস্য সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব কাজী আবু রাহেন শফিউল্ল্যাহ খোকন, ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়ন কমিটির সভাপতি অ্যাড. আশরাফ আলী, নারী নেত্রী অধ্যাপক রোকেয়া খাতুন প্রমুখ।
বক্তারা বিদ্যুৎ খাতে অনিয়ম-ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে এবং বিদ্যুতের লোডশেডিং, লো-ভোল্ডেজসহ গ্রাহক হয়রানির প্রতিবাদে তীব্র আন্দোলন-সংগ্রাম গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান।