মঙ্গলবার, ০১ আগস্ট, ২০২৩
01 Apr 2025 08:54 pm
![]() |
শাহ্ আলী বাচ্চু জামালপুর প্রতিনিধিঃ- পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি বলেছেন, বিএনপি, জামাত, হেফাজত , হিজবুত তেহরিক ও চরমোনাই পীর আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।
তারা ২০১৩,২০১৪ ও ২০১৫ সালের মত আবারও জ্বালাও পোড়াও করতে চায়। আবারও মানুষের ওপর পেট্রল বোমা মারতে চায় কিন্তু আপনারা (বিএনপি) আন্দোলন করেন , সংগ্রাম করেন ভাঙচুর করতে পারবেন না।
উপজেলা প্রশাসনের আয়োজনে তিনি জামালপুরের বকশীগঞ্জে মঙ্গলবার (১ আগস্ট) বেলা ১১ টায় নিলাখিয়া ইউনয়নের দক্ষিণ কুশল নগর গ্রামের দশানী নদীর ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আগামি নির্বাচন উপলক্ষে অনেক ষড়যন্ত্র চলছে তাই আপনাদের সতর্ক থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে।
উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুৎফুন নাহারের সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রউফ তালুকদার, জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার, সহসভাপতি জয়নাল আবেদিন , সহসভাপতি সাখাওয়াত হোসেন সাকা, যুগ্ন সাধারণ সম্পাদক আগা সাইয়ুম, উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভেকেট ইসমাইল সিরাজী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার আতাবুজ্জামান হেলাল , নিলাখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকা, যুগ্ন সাধারণ সম্পাদক নওরোজ মিয়া সহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের সার্বিক তত্ত্বাবধানে ঠিকাদারি প্রতিষ্ঠান সজিব এন্টারপ্রাইজ ৬০ লাখ টাকা ব্যায়ে নদী ভাঙন রোধে ২০০ মিটার পর্যন্ত ১৩ হাজার ৫০০ জিও ব্যাগ স্থাপন করবে।