মঙ্গলবার, ০১ আগস্ট, ২০২৩
22 Nov 2024 03:44 pm
৭১ভিশন ডেস্ক:- একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে আগামী ১০ আগস্ট। আবেদন চলবে ২০ আগস্ট পর্যন্ত। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।
আবেদন ফি ১৫০ ও রেজিস্ট্রেশন ফি ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-সংক্রান্ত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। জুম প্ল্যাটফর্মের সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সভায় গত বছরের নীতিমালা প্রায় অভিন্ন রেখে ভর্তি নীতিমালা-২০২৩ অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান ও বেশ কয়েকটি কলেজের অধ্যক্ষ অংশ নেন।
শুক্রবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়।