মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
24 Nov 2024 12:14 am
৭১ভিশন ডেস্ক:- আইনজীবী আব্দুল রাজ্জাক হত্যা মামলায় মুক্তি দেয়ার কয়েক ঘন্টা পরেই সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসিপি)। সোমবার ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি পুলিশকে (আইসিটি) মঙ্গলবারই গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে।
নির্দেশনায় ইসিপি বলেছে, ১১ মে নির্বাচনী সংস্থার অবমাননার মামলায় জারি করা জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা মেনে চলতে পুলিশ যেন তার বাধ্যবাধকতা পালন করে।
শুনানিতে ইমরান খানের ক্রমাগত অনুপস্থিতিতে বিরক্ত হয়ে ইমরানকে গ্রেপ্তার করে আগামীকাল (মঙ্গলবার) নির্বাচনী সংস্থার সামনে হাজির করতে ইসিপি ইসলামাবাদের আইজিকে নির্দেশ দেয়। বারবার তলব করা হলেও ব্যক্তিগত ক্ষমতায় শুনানি এড়িয়ে যাচ্ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী।