শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
27 Nov 2024 12:27 pm
৭১ভিশন ডেস্ক:-বাংলাদেশের জ্বালানি খাতে বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করতে চায় সংযুক্ত আরব আমিরাত।
বৃহস্পতিবার (২০ জুলাই) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে আমিরাতের শিল্প ও উন্নত প্রযুক্তি মন্ত্রী ড. সুলতান আহমেদ আল জাবের এ আগ্রহের কথা জানান।
তিনি বলেন, আমরা আমিরাত থেকে দুটি দল বাংলাদেশে পাঠাব। একটি নবায়নযোগ্য জ্বালানি নিয়ে আলোচনার জন্য এবং অন্যটি ব্যবসা নিয়ে আলোচনার জন্য।
এ সময় সুলতান আহমেদ জলবায়ু পরিবর্তন ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন এবং এ বিষয়ে তার আরও সমর্থন কামনা করেন। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তা ইস্যুতে সহায়তা বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন তিনি।
সুলতান আহমেদ বলেন, আমরা একটি গেম চেঞ্জার হতে চাই। সেজন্য কনফারেন্স অব দ্য পার্টিস (কপ২৮) এর আগে সমস্যা সমাধানের জন্য জলবায়ু তহবিল সংগ্রহের ওপর জোর দিচ্ছি।