রবিবার, ১৬ জুলাই, ২০২৩
05 Apr 2025 01:26 am
![]() |
৭১ভিশন ডেস্ক:- একসময় নীল জগতের জনপ্রিয় তারকা ছিলেন সানি লিওন। সেই জগত থেকে বের হয়ে আসলেও এখনও অতীত নিয়ে প্রায় সময়েই বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয় তাকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নীল সিনেমায় কাজ করা প্রসঙ্গে সানি বলেন, ‘পর্ন ইন্ডাস্ট্রির সেরা সেরাদের সঙ্গেই কাজ করেছি।’ উদাহরণ হিসেবে তিনি বলিউডের করণ জোহরের ধর্মা প্রোডাকশন ও আদিত্য চোপড়ার যশ রাজ ফিল্মসের কথা বলেছেন। বলিউডে যেমন এরা সেরা, সানি নীল জগতে ঠিক তাদেরই মতো সেরা প্রতিষ্ঠান, ব্যক্তিদের সঙ্গেই কাজ করেছেন।
এই তারকা বলেন, ‘আমি সেরা লোকজনের সঙ্গে সেখানে কাজ করেছি। আমি যখন সেরা বলছি, তখন আমি তুলনা করতে পারি এখানকার ধর্মা প্রোডাকশন এবং যশ রাজের সঙ্গে।’
সানির ভাষ্য, নিজের কাজ নিয়ে অধিক সচেতনতার জন্যই সমসাময়িক অনেক পর্নস্টারের চেয়ে কম কাজ করেছেন তিনি। কিন্তু এজন্য কোনো আফসোস নেই তার।