রবিবার, ০২ জুলাই, ২০২৩
02 Aug 2025 11:21 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:- ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাসের সঙ্গে নায়ক শাকিব খান বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ২০০৮ সালে। তবে খবরটি গোপন রাখেন দুজনেই। ২০১৬ সালে তাদের সন্তান আব্রাহাম খান জয়ের জন্ম হয়। এরপর ২০১৭ সালে একটি টেলিভিশন লাইভে এসে সমস্ত ঘটনা সামনে আনেন নায়িকা। তার কিছুদিন পরই শাকিবের সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যায়। প্রথমে অপু বিশ্বাস এবং পরে বুবলীর সঙ্গে সংসার পেতেছেন শাকিব। বর্তমানে অবশ্য দুটি সম্পর্কই অতীত বলে জানা যায়। কিন্তু বেশকিছু দিন ধরে কানাঘুষা চলছে, বুবলীকে ছেড়ে ফের অপুর ঘনিষ্ঠ হচ্ছেন শাকিব।
তাদের কথা বার্তায়ও সে রকম ইঙ্গিত পাওয়া যায় মাঝেমধ্যে। যেমন, অপু সাম্প্রতিক সময়ে বিভিন্ন সাক্ষাৎকারে শাকিবের প্রশংসা করেছেন। এছাড়া শাকিব খানের জন্মদিনেও তারা একত্রিত হয়েছেন। সেই গুঞ্জন এবার আরেকটু গাঢ় করলেন খোদ শাকিব খান। শুক্রবার নিজের ফেসবুক পেজে তিনি ‘লাল শাড়ি’ সিনেমা নিয়ে পোস্ট দিয়েছেন। যেটি অপু বিশ্বাস অভিনীত, প্রযোজিত সিনেমা। ‘অপু-জয় চলচ্চিত্র’ নামে প্রতিষ্ঠান চালু করেছেন নায়িকা।
ছবিটির জন্য শুভ বার্তা দিয়ে শাকিব বললেন, এই ঈদে অপু-জয় প্রোডাকশন হাউসের প্রথম চলচ্চিত্র ‘লাল শাড়ি’ মুক্তি পেয়েছে। আমার সন্তান জয়ের নামের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম চলচ্চিত্র এটি। বাবা হিসেবে সন্তানের নামের কারণে চলচ্চিত্রটির প্রতি আমার অন্য রকম এক আবেগ কাজ করছে। যতদূর শুনেছি, ‘লাল শাড়ি’র প্রেক্ষাপট আমাদের দেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে ঘিরে। বিলুপ্তপ্রায় এই শিল্প এবং এরসঙ্গে জড়িত প্রান্তিক মানুষদের জীবনযাপন, সুখ-দুঃখ এই চলচ্চিত্রের প্রাণ। তাই এই ঈদ উৎসবে পরিবার-পরিজন সবাইকে নিয়ে ‘প্রিয়তমা’র পাশাপাশি ‘লাল শাড়ি’ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শাকিব খান সাধারণত অন্যদের সিনেমা নিয়ে বার্তা দেন না। এবারের ঈদে সেই নিয়ম ভাঙলেন কিছুটা। কদিন আগে মাহফুজ আহমেদকে নিয়ে পোস্ট দিয়েছিলেন। সেখানে অবশ্য ছবির নাম উল্লেখ করেননি শাকিব। ওই ছবিতে মাহফুজের সঙ্গে আছেন শবনম বুবলী।