বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
03 Dec 2024 11:12 pm
ইয়ামিন হোসেন:-পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দর্শনার্থীদের জন্য মনোরম পরিবেশে বিনোদনের জন্য সাজানো হয়েছে বন্দরনগরী ইলিশাঘাট সংলগ্ম মেঘনা রেস্টুরেন্ট এন্ড রিসোর্ট।
চাকচিক্য রুপে সাগরকন্যা কুয়াকাটার বিনোদন কেন্দ্রের আদলে মেঘনার কুলে গড়ে উঠা এ রিসোর্টটি অল্প দিনেই দর্শনার্থীদের মন কেড়েছে।
গত ঈদের ন্যায় এবারো অন্যরকম ভাবে সাজানো হয়েছে। ব্যবস্থা রয়েছে পার্টি সেন্টারের ও।
সহপরিবার, পরিজন নিয়ে ভ্রমণ করার জন্য কর্তৃপক্ষের রয়েছে নিরাপত্তার ব্যবস্থা। এ ছাড়া নারীদের প্রিয় খাবার ফুসকা, ইলিশ ফ্রাই, কাকড়াসহ বিভিন্ন ধরণের খাবার আইটেম রয়েছে এ রিসোর্ট এন্ড রেস্টুরেন্টে।
ছবি তোলার জন্য দৌতলা টাওয়ার,লাভ পয়েন্ট, বাচ্ছাদের বিনোদন এর জন্য রয়েছে কিটজোন।
পশ্চিমে সবুজ শ্যামল গাছপালা, পূর্বে নদী, উত্তরে লঞ্চঘাট ও দক্ষিণে সিসি ব্লক এ যেন এক অপরুপদৃশ্য ঘেরা মেঘনা রিসোর্টটি। ছবি তোলার জন্য ও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে বলেও জানা গেছে।
মেঘনা রেস্টুরেন্ট এন্ড রিসোর্ট এর সত্ত্বাধিকারী আবুল হাসান কেরানী বলেন, গত ঈদের চেয়ে এবার আমাদের রিসোর্ট অন্যরকম ভাবে সাজানো হয়েছে। গত ঈদের চেয়ে এবার কাঠের ঘর ও বাড়ানো হয়েছে। এছাড়া সাগরকন্যা কুয়াকাটার মত এবার কাকড়া, ইলিশ ফ্রাই এর ব্যবস্থা রয়েছে। এ রিসোর্টে বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি।