রবিবার, ২৫ জুন, ২০২৩
17 Jul 2025 04:11 pm
![]() |
বাংলাদেশ দলিল লেখক সমিতির উজ্জ্বল নক্ষত্র ও সাংগঠনিক সম্পাদক রিয়াদ আহমেদ ভাইয়ের আজ শুভ জন্মদিন। প্রিয় ব্যাক্তির জন্মদিন উপলক্ষে কিছু লেখা।রিয়াদ ভাইএকজন গুণী ও পরিশ্রমী ব্যাক্তি যিনি সবসময় পিছিয়ে পড়া অবহেলিত মানুষকে সামনে এগিয়ে নিয়ে পথ চলেন একসাথে। রিয়াদ ভাই বয়সে আমার চাইতে অনেক ছোট তবুও আমি সবসময় আপনি বলে কথা বলি তার সঙ্গে,,যখনই কথা বলি তিনি খুব সুন্দর করে বিনয়ের সঙ্গে হাসি মুখে কথা বলেন সত্যিই অসাধারণ তার কথাবার্তা ও চলাফেরা।
আমি যতটুকু তার সম্পর্কে জানতে পেরেছি সেই হিসেবে তিনি একজন দলিল লেখক হিসেবে তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে নিযুক্ত আছেন,,, এছাড়াও বাংলাদেশের দলিল লেখক সমিতির তিনি একজন দক্ষ সাংগঠনিক সম্পাদক।আমি আজকে ফেসবুকে দেখলাম তার জন্মদিন আজ,,, তার জন্মদিন উপলক্ষে তাকে নিয়ে অনেক বন্ধুরা শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন,, এটা দেখতে পেয়ে আমার মনে একটু নাড়া দেয়,, যে আমার প্রিয় ব্যাক্তি ও একজন গুণী সম্পূর্ণ মানুষকে নিয়ে কিছু লিখি তাই কিছুটা লেখার চেষ্টা মাত্র।
এখন পর্যন্ত নিজের সম্পর্কে বলার মত কিংবা লেখার মতো কিছু করা হয়ে উঠেনি এখনোও,, তবে এই লেখালেখি টা প্রথমে ছিল আমার কাছে সামাজিক দায়বদ্ধতা।অনেক দিন থেকে লিখতে লিখতে এখন লেখার ভালবাসায় পড়ে গিয়েছি।নিজে যেমন লিখতে পছন্দ করি ঠিক তেমনি অন্যের লেখা ও একই পছন্দ নিয়ে পড়ি।লেখালিখির আরেকটা বড় উদ্দেশ্য হল সামাজিক বিপ্লব করা মানুষের জীবনে স্বাছন্দ্য আনয়ন করা,,,এই কথাগুলো হয়তোবা অন্যের দৃষ্টিতে ফ্যানি মনে হবে,, তবুও বললাম। সময় পেলে কিংবা কোনো বিষয় সামনে এসে উপস্থিত হলে তখনই লেখালেখির আগ্ৰহ কিছুটা বেড়ে যায় আর তখনই লিখতে থাকি।
শুভ জন্মদিন প্রিয় ভাই,,এই শুভ সময় আপনার জীবনে শত বার ফিরে আসুক,,,একটি সুন্দর এবং শুভ জন্মদিন এভাবেই সবসময় হাসিখুশি ভাবে ফিরে আসুক। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।আপনার পরিবার সহ সকলের জীবন চিরকাল সুখ-শান্তিতে এবং ভাল সময় নিয়ে পূর্ণ হোক। আপনার জন্মদিনটা যেনো মিষ্টি এবং উজ্জ্বল হোক,, এই দোয়া করি মহান আল্লাহর কাছে সবসময়। আজ আপনার মতো একজন ভালো ও গুণী মনের মানুষের জন্মদিন।
আপনি সত্যিই অনেক ভাগ্যবান,তার কারণ,, আপনার একটি ভালো পরিবার আছে,যে পরিবারটি আপনার কাছে সর্বসেরা,,সেটা হলো বাংলাদেশ দলিল লেখক সংগঠন,,যে সংগঠনের মাধ্যমে আপনি সারা বাংলাদেশের দলিল লেখকদের দুঃখ কষ্টের অংশিদার হয়ে তাদের পাশাপাশি নিজেকে তুলে ধরতে সক্ষম হন।সত্যিই অসাধারণ আপনার প্রতিভা যেটা অন্য কারো মাঝে কেউ কখনও খুঁজে পাবে না। আপনার মাঝে এমন কিছু গুণ আছে, যা অন্যদের থেকে অনেক আলাদা।আপনি সত্যিই অন্য ব্যক্তিদের থেকে অনন্য ও একজন ভালো সম্পূর্ণ মনের মানুষের অধিকারী।
ভালো থাকুন,, সুস্থ্য ও হাসিখুশি থাকুন,, পরিবারের সদস্যদের সঙ্গে মিলেমিশে জন্মদিন উপভোগ করুন,, অনেক অনেক শুভেচ্ছা ও দোয়া রইলো আপনার জন্য।পরিশেষে আবারও জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিলাম আজকের মতো।শুভ জন্মদিন।
লেখক মোঃ ফিরোজ খান