শনিবার, ২৪ জুন, ২০২৩
17 Jul 2025 04:10 pm
![]() |
নাটোর প্রতিনিধিঃ- বর্নাঢ্য মোটরশোভাযাত্রার ও আলোচনা সভার মধ্যদিয়ে নাটোরের লালপুরে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে দলটির নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ শামীম আহমেদ সাগরের নেতৃত্বে দলীয় নেতাকর্মী নিয়ে গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল মাঠ থেকে মোটরশোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি উপজেলার লালপুর গৌরীপুর হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নর্থ বেঙ্গল সুগার মিলে এসে শেষ হয়। পরে নর্থ বেঙ্গল সুগার মিলস মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ফিরোজ আল হক ভূঁইয়া, চংধুপইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক, এবি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মো. আশিকুর রহমান টুটুল