শনিবার, ২৪ জুন, ২০২৩
17 Jul 2025 03:32 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:- বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু বলেছেন ৭৪বছর ধরে আওয়ামী লীগ এ দেশের জন্য কাজ করছে। বিভিন্ন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়েছিল ৭৪ বছর আগে। এদেশের প্রতিটি লড়াই সংগ্রামে আওয়ামী লীগের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। মাওলানা ভাসানীর হাত ধরে জন্ম হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগের। আর সেই আওয়ামী লীগের দায়িত্ব তিনি তুলে দিয়েছিলেন বন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে। ৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৬ ছয় দফা, ৬৯'র গণঅভ্যুত্থান, ৭১ এর মুক্তিযুদ্ধ আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা।তিনি আরো বলেন, বঙ্গবন্ধু সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলতে জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ৭৪ বছর ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা এদেশের মানুষের সেবা করছে। বাংলাদেশ আওয়ামী লীগের হাতধরে এদেশের মানুষ এখন আশ্রয় পেয়েছে, দুবেলা খাবার সুযোগ পেয়েছে। আওয়ামীলীগ যখন ক্ষমতায় এসেছে তখনই দেশের উন্নয়ন হয়।
তিনি শনিবার বিকেল চারটায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়ায় শহরের সাতমাথা মুজিব মঞ্চে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশেএসব কথা বলেছেন।
কর্মসূচিতে প্রধান বক্তা রাগেবুল আহসান রিপু বলেন, একটি কুচক্রী মহল এদেশ নিয়ে ষড়যন্ত্র করছে। দেশের উন্নয়নকে ব্যাহত করতে একটি চক্র দেশে ও বিদেশে অপপ্রচার চালাচ্ছে। আমেরিকার বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র নয় এটি নতুন নয় , এটি তাদের পুরাতন অভ্যাস। ৭০ এর নির্বাচনে বঙ্গবন্ধুকে প্রধানমন্ত্রী করার লোভ দেখেছিল। কিন্তু বঙ্গবন্ধু তাদের প্রস্তাবে রাজি হয়নি। সেই তখন থেকেই তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা আমেরিকার কোন ষড়যন্ত্রকে ভয় করে না। সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে দেশের মানুষ উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগকে নির্বাচিত করবে।
জেলা আওয়ামীলীগ নেতা টি জামান নিকেতা, এডভোকেট মকবুল হোসেন মুকুল, এডভোকেট আব্দুল মতিন, এডভোকেট আমানউল্লাহ, প্রদীপ কুমার রায়, একেএম আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, শাহরিয়ার আরিফ ওপেল, এডভোকেট জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদাৎ আলম ঝুনু, এডভোকেট তবিবর রহমান তবি, আক্তারুজ্জামান ডিউক, শেরিন আনোয়ার জর্জিস, নাসরিন রহমান সীমা, আনিসুজ্জামান মিন্টু, মাশরাফি হিরো, আনোয়ার পারভেজ রুবন, তপন চক্রবর্তী, রুহুল মোমিন তারিক, খালেকুজ্জামান রাজা, ম. আব্দুর রাজ্জাক, এডভোকেট নরেশ মুখার্জি, রফিনেওয়াজ খান রবিন, আবু সুফিয়ান সফিক, সিরাজুল ইসলাম খান রাজু, রেজাউল করিম মন্টু, এডভোকেট গোলাম ফারুক, আনোয়ার হোসেন রানা, আমিনুর রহমান, এডভোকেট মিনহাদুজ্জামান লিটন, দিলিপ কুমার চক্রবর্ত্তী, মোস্তাফিজার রহমান মোস্তা, তৌহিদুর রহমান মানিক, আনিসুর রহমান, আব্দুল মালেক, সুলতান মাহমুদ, জাহিদুর রহমান আরজু, ইমদাদুল হক, আসিফ ইকবাল সনি, আবু ওবায়দুল হাসান ববি, মাফুজুল ইসলাম রাজ, অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু, অধ্যক্ষ শামসুল আলম জয়, এডভোকেট শফিকুল ইসলাম নাফরু, অধ্যক্ষ আহসানুল করিম, তৌহিদুল করিম কল্লোল, সাইফুল ইসলাম বুলবুল, আলমগীর হোসেন স্বপন, আলতাফুর রহমান মাসুক, কামরুল হুদা উজ্জল, গৌতম কুমার দাস, হেফাজত আরা মীরা, সাবিয়া সাবরিন পিংকী, আব্দুস সালাম, আলমগীর বাদশা, কামরুল মোর্শেদ আপেল, সাজেদুর রহমান সাহীন, আমিনুল ইসলাম ডাবলু, জুলফিকার রহমান শান্ত, রাশেদুজ্জামান রাজন, সজীব সাহা, আল মাহিদুল ইসলাম জয় প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজী জুয়েল।
সমাবেশের আগে বগুড়া জেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিশাল বর্ণাঢ্য র্যালী বের হয়ে বগুড়া শহর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।