শনিবার, ২৪ জুন, ২০২৩
17 Jul 2025 04:01 pm
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাহারিয়া খাঁন বিপ্লবের হাতে মারধরের শিকার হয়েছেন স্থানীয় সাংবাদিক সাইদুর রহমান। এ ঘটনায় বিপ্লবের বিরুদ্ধে বৃহস্পতিবার (২২ জুন) থানায় লিখিত অভিযোগ করেছেন ওই সাংবাদিক। এই ঘটনায় নিন্দা জানিয়েছে সাদুল্লাপুর প্রেসক্লাব।
সাংবাদিক সাইদুর রহমান বলেন, গত রোববার রাত প্রায় সাড়ে ১০টার দিকে তিনি ব্যক্তিগত কাজে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। এমন সময় সাদুল্লাপুর এলএসডি গোডাউনের পাশে আমাকে গতিরোধ করেন উপজেলা চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব। এরপর কোনো কিছু বুঝে ওঠার আগেই আমাকে কিল-ঘুষি ও লাথি মারেন।এ নিয়ে উপজেলা চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব বলেন, ওই ঘটনার পর আমি নিজে সাইদুর রহমানকে একাধিকবার ফোন দিয়েছি। কিন্তু ফোন রিসিভ করেনি। বিষয়টি নিয়ে আলোচনার চেষ্টা করছি। আমার শুভাকাঙ্খী ও সংগঠনের আরও কয়েকজন আলোচনার চেষ্টা চালাচ্ছে।
সাদুল্লাপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, সাংবাদিক সাইদুর রহমানকে লাঞ্চিতের ঘটনায় বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই ঘটনার নিন্দা জানানো হয়েছে। বিপ্লব এর আগে ২১ ফেব্রুয়ারি রাতে আরও একজন সাংবদিককে লাঞ্চিত করেন।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, সাইদুর রহমান লাঞ্চিত হওয়ার ঘটনায় তিনি বাদী হয়ে বৃহস্পতিবার উপজেলা চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লবের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। এই অভিযোগের তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল বলেন, সাংবাদিক সাইদুর রহমানকে লাঞ্চিত করার বিষয়টি দুঃখজনক। কোনো ব্যক্তির দায় দল নেবে না। দলীয় পদে থেকে যিনি এমন ঘটনা ঘটিয়েছেন বিষয়টি নিয়ে ভাবতে হবে তাকেই।