শনিবার, ২৪ জুন, ২০২৩
17 Jul 2025 04:09 pm
![]() |
শাহ্ আলী বাচ্চু জামালপুর প্রতিনিধিঃ- বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা কর্মসুচী পালন করেছে, জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগ।
সংগ্রাম ও অর্জন এবং গৌরবময় পথচলার ৭৪ বছর পালন করেছে দলটি । ২৩ জুন শুক্রবার দিনব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুরসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও নানা কর্মকান্ড শেষে সন্ধ্যায় আলোচনা সভার আয়োজন করে, সদর উপজেলা আওয়ামী লীগ।
জামালপুর আইন কলেজ মিলনায়তনে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর সদর উপজেলা শাখার সভাপতি ডা. এমএ মান্নান খান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মুক্তা, আব্দুল আউয়াল চিশতী, আব্দুল জলিল, আক্তারুজ্জামান বেলাল, হামিদুল হক ফারুক, যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শহিদুর ইসলাম সজিব,
সদস্য ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটাসহ আরো অনেকে। সভায় বক্তরা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সুনাম ও উন্নয়নের সাথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আজ উপমহাদেশের
ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৯ সালের আজকের এইদিনে ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে জনগণের ভালবাসা নিয়ে বাংলাদেশ আওয়ামীলীগ প্রতিষ্ঠিত হয়।