বুধবার, ২১ জুন, ২০২৩
24 Nov 2024 07:12 pm
৭১ভিশন ডেস্ক:- জিলহজ মাসের প্রথম দশ দিন বিশেষ ফজিলতপূর্ণ। বেশ কিছু নফল আমলের পাশাপাশি সামর্থ্যবানদের ওপর এ সময়ে দুটি গুরুত্বপূর্ণ আমল অর্পিত হয়-হজ ও কুরবানি। যারা কুরবানি করবেন তাদের জন্যও কিছু বিশেষ আমল রয়েছে, যেমন-কুরবানির আগ পর্যন্ত চুল-নখ না কাটা।
হজরত উম্মে সালামা (রা.) বলেন-রাসুল (সা.) বলেছেন, ‘যখন জিলহজের দশক শুরু হবে তখন তোমাদের মধ্যে যে কুরবানি করবে সে যেন কুরবানির আগে তার চুল-নখ না কাটে’ (মুসলিম : ১৯৭৭; তিরমিজি : ১৫২৩)। এই হাদিসের আলোকে গবেষক আলেমরা বলেন, যে ব্যক্তি কুরবানি দেবেন তার জন্য জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কুরবানির আগ পর্যন্ত নখ, চুল ও শরীরের যেকোনো পশম না কাটা মুস্তাহাব। অর্থাৎ এটি পালন করলে সওয়াব আছে, তবে না করলে গুনাহ হবে না।
উল্লেখ্য, নখ ও নাভির নিচের পশম ৪০ দিনের অতিরিক্ত যেন না হয়ে যায় সেদিকে অবশ্যই লক্ষ রাখতে হবে এবং এ বিধান তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে যারা জিলকদের শেষে নখ-চুল কেটেছে। অন্যথায় নখ-চুল বেশি লম্বা হয়ে যাবে, যা সুন্নতের খেলাফ (ফাতাওয়া শামি : ২/১৮১)।সময়ের আলো