বুধবার, ২১ জুন, ২০২৩
25 Nov 2024 03:49 pm
৭১ভিশন ডেস্ক:- ইসরাইলকে অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন বন্ধের নির্দেশ দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
মঙ্গলবার (২০ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ নির্দেশের কথা বলা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরে হাজার হাজার বসতি নির্মাণের অনুমতি দেয়ার পরিকল্পনা পেশ করেছে ইসরাইল সরকার। এতে দুটি দেশের মধ্যে ‘উদ্বেগ ও সহিংসতা’ আরও বাড়বে বলে জাতিসংঘের মহাসচিব ইসরাইলকে অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন বন্ধের এ নির্দেশ দেয়।
সোমবার (১৯ জুন) এক বিবৃতিতে গুতেরেসের উপ-মুখপাত্র ফারহান হক বলেন, জাতিসংঘ মহাসচিব জানিয়েছেন, এই বসতি স্থাপন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।
তিনি বলেন, বসতি স্থাপন হলে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দখলদারিত্ব আরও শক্তিশালী হবে। ফিলিস্তিনি ভূমি ও প্রাকৃতিক সম্পদ দখল করবে, ফিলিস্তিনি জনগণের অবাধ চলাচলে বাধা প্রদান এবং তাদের স্বনিয়ন্ত্রণ ও সার্বভৌমত্বের বৈধ অধিকারকে ক্ষুণ্ন করবে। এতে অবৈধ বসতি স্থাপন ‘উদ্বেগ ও সহিংসতা’ বাড়িয়ে তুলবে বলে হুঁশিয়ার করে দেন।
এর আগে সোমবার (১৯ জুন) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে, বসতি সম্প্রসারণ না করতে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ থাকা সত্ত্বেও ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে বসতি নির্মাণের অনুমতি দেয়ার পরিকল্পনা পেশ করেছে। আগামী সপ্তাহে ইসরাইলের সুপ্রিম প্ল্যানিং কাউন্সিলের বৈঠক হবে। বৈঠকের আলোচ্য সূচিতে পশ্চিম তীরের বিভিন্ন স্থানে ৪ হাজার ৫৬০টি হাউজিং ইউনিট স্থাপনের অনুমোদন দেয়ার পরিকল্পনা রাখতে চাচ্ছে সেই সরকার।