সোমবার, ২৬ জুন, ২০২৩
24 Nov 2024 06:48 am
নির্বাচনী জরিপগুলো বলছে, রক্ষণশীল দলের কিরিয়াকোস মিৎসোতাকিস বিপুল ভোটে জয়ী হতে চলেছেন। গত মাসে অনুষ্ঠিত ভোটের পর পদত্যাগ করেছিলেন তিনি। কারণ নির্বাচনটি ছিল নিষ্পত্তিহীন।
প্রায় ৯৮ লাখের মতো গ্রিক ভোটার এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ৩২টি রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যে পছন্দসই প্রার্থীকে নির্বাচন করবেন। স্থানীয় সময় সকাল ৭টায় ভোট শুরু হয় এবং ১২ ঘণ্টা এই ভোটদান চলবে। প্রাথমিক পূর্বাভাসগুলো বুথফেরত সমীক্ষার ওপর ভিত্তি করে পাওয়া গেলেও আগামীকাল বিকেল ৫টা নাগাদ ফল প্রকাশ হবে বলে মনে করা হচ্ছে।
১৪ জুন দেশটির একটি উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনায় প্রায় ৭৯ জনের মৃতদেহ উদ্ধার হয়।
এ ঘটনায় বেশ কয়েক শ অভিবাসী নিখোঁজ রয়েছে। এমন পরিস্থিতিতে অভিবাসন ইস্যু নিয়ে দ্বিতীয়বারের ভোট অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
আর্থিক সংকট দেশের ভোটারদের জন্য অন্যতম উদ্বেগের বিষয়। কিছু ভোটার ইতিবাচক ফল নিয়ে আশাবাদী।
ধারণা করা হচ্ছে, তারাই কিরিয়াকোস মিৎসোতাকিসকে সমর্থন করছেন। যার মেয়াদকালে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে এবং বেকারত্বের হার কমেছে।
বীমা কম্পানির কর্মচারী কনস্তান্তিনোস সদ্য বিয়ে করা স্ত্রীকে নিয়ে উত্তর এথেন্সের ভোটকেন্দ্রে কাকভোরে ভোট দিতে এসেছিলেন। তার কথায়, ‘আমাদের প্রত্যাশা, দেশটি সাম্প্রতিক বছরগুলোতে যে উন্নয়নের পথে এগিয়ে চলেছে, সেই ধারা অব্যাহত থাকবে।’
সোফিয়া ওইকোনোমোপলু নামে আরেক ভোটার বলেন, ‘আমরা সুদিনের আশায় আছি।
ন্যায়বিচার, স্বাস্থ্যব্যবস্থা, শিক্ষা সব কিছুই ভালো হবে বলে আশা রাখি। এই নির্বাচনের মাধ্যমে গ্রিকরা সত্যিকারের ভালো জীবন যাপন করতে সক্ষম হবে।’
নির্বাচনের প্রধান দল
জরিপগুলো কিরিয়াকোস মিৎসোতাকিসের নেতৃত্বে রক্ষণশীল নিয়া দিমোক্রাতিয়া বা নিউ ডেমোক্রেসির (এনডি) জয়ী হতে পারে এমনটাই আভাস দিচ্ছে। ২০১৯ সাল থেকে গ্রিসের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি।
কিছু জরিপ ইঙ্গিত দিয়েছে, দলটি ৪০ ভাগ ভোট পেতে পারে। মিৎসোতাকিস তার নেতৃত্বে একটি শক্তিশালী অর্থনীতির কথা বলেছেন।
আলেক্সিস সিপ্রাসের নেতৃত্বে দি অ্যালায়েন্স অব দ্য র্যাডিক্যাল লেফট (সিরিজা) দ্বিতীয় সর্বোচ্চ ভোট অর্জন করতে পারে। কিছু জরিপ ইঙ্গিত করে, তারা ২০ ভাগ সমর্থন পেতে পারে। সিপ্রাস একটি ওয়্যারট্যাপিং কেলেঙ্কারি এবং অভিবাসন নিয়ে মিৎসোতাকিসের সমালোচনা করেছেন।
মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে মিৎসোতাকিসের দল বিশাল জয় পেয়েছিল, কিন্তু একক দলীয় সরকার গঠন করতে সক্ষম হতে পার্লামেন্টে মাত্র পাঁচটি আসন কম ছিল। ৩০০ আসনের পার্লামেন্টে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী মিৎসোতাকিস আরেক দফা ভোটগ্রহণের সিদ্ধান্ত নেন।
সূত্র: ডয়চে ভেলে