মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
07 Apr 2025 11:47 pm
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- বাণিজ্যিক নার্সারিতে চারা বিক্রির সবচেয়ে উপযুক্ত সময় বর্ষাকালে। এই সময়টাতে রোপণ করা চারা শতভাগ জীবিত থাকে বলে চারারও চাহিদা বাড়ে দ্বিগুণ। অনেকে এই সময়টাতে তৈরি করেন ফলজ-বনজ বাগান। বেশির ভাগ মানুষ তাদের বসতবাড়িতে নানা প্রকারের চারা রোপণ করে থাকেন বর্ষাকালে। এ বছরের আষাঢ়ের প্রথম দিন থেকে শুরু হয়েছে বৃষ্টি-বাদল। এ সুযোগে নার্সারিগুলো গাছের চারা বিক্রির হিড়িক পড়েছে।
সাদুল্লাপুর ভাতগ্রাম ও খোর্দ্দকোমরপুর ইউনিয়নের বুজরুক পাকুরিয়া, কৃষ্ণপুর, কিশামত দুর্গাপুর ও তরফ জাহান গ্রামে গড়ে ওঠেছে শতাধিক নার্সারি। চারদিকে যেন সবুজের সমাহার। এসময় চারা বিক্রি ও পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়ছেন মালিক-শ্রমিকরা।
এসব নার্সারিতে ফলজ বৃক্ষের মধ্যে রয়েছে— আম, জাম, কাঁঠাল, ত্বিনফল, ড্রাগন, রামবুটান, অ্যাভোগ্যাডো, পিটফল আপেল-আঙ্গুর ফল ইত্যাদি। ফুলের মধ্যে ক্রিসমাস্ট্রি, এটোলিয়াম, নাইটকুইন, এ্যারোমেটিক, জুঁই, কবরীসহ আরও হরেক রকম ফুলের চারা। ওষুধির মধ্যে অর্জুন, আমলকি, হরিতকি, বহেরা, নিম, জয়তুন ও পাথরকুশিসহ নানা প্রজাতির চারা। কাঠবৃক্ষের মধ্যে- বেলজিয়াম, মেহগনি, সেগুন ও রেইন্ট্রি চারা। মসলা জাতের মধ্যে তেজপাতা, দারু চিনি, গোলমরিচ, লবঙ্গ। একই সঙ্গে শোভাবর্ধন ডেকোরেটর জাতীয় চারার মধ্যে রয়েছে— ক্যাকটাস, ছাকুল্যান্ট পাতাবাহার, এ্যারোলিয়া প্রভৃতি। এছাড়া আরও বেশকিছু জাতের চারা দুলছে নার্সারিগুলোতে।সাদুল্লাপুর-ঠুটিয়াপুকুর সড়কের পাশে অধিকাংশ নার্সারি গড়ে উঠেছে। পথের ধারে নার্সারির চারাগুলো যেন শোভাবর্ধন হিসেবে দাঁড়িয়ে রয়েছে। এতে করে দৃষ্টি কাড়ছে পথচারিদের। খানিকটা প্রাণ জুড়াতে কেউ কেউ ঘুরে ঘুরে দেখছেন আবার কেউবা কিনে নিচ্ছে নানা জাতের চারা।
নজরুল ইসলাম নামের এক ক্রেতা বলেন, বর্ষাকালে পরিবেশ ভালো বেশ কিছু ফলজ ও বনজ চারা কিনে রোপণ করছি। এসময় চারা দ্রুত শিকড় ছড়ায়। এ জন্য গাছের চারা মরে যাওয়ার পরিমাণ কম থাকে।বুজরুক পাকুরিয়া গ্রামের সততা নার্সারির মালিক শহিদুল ইসলাম জানান, মাতৃগাছ থেকে গ্রাফটি কাটিং (কলম), বীজ থেকে চারা উৎপাদন করা হয়। সাধারণত বর্ষাকালে কাটিং পদ্ধতিতে চারা উৎপাদন করা হয়। এসব চারা বৈশাখ থেকে আশ্বিন মাসে ব্যাপক চাহিদা থাকে। এই সময়ে বিশেষ করে ফলজ ও বনজ চারা রোপণ করেন অন্যান্যরা। তার নার্সারিতে প্রায় ১৫০ জাতের চারা রয়েছে। এসব চারা উৎপাদন করে বিক্রি করা হচ্ছে। এ ব্যবসা করে স্বাবলম্বী তিনি।
গাইবান্ধা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক খোরশেদ আলম জানান, নার্সারি ব্যবসা অত্যন্ত লাভজনক। কেউ পরিকল্পনা মাফিক নার্সারি করলে অনায়াসে তিনি স্বাবলম্বী হবেন। ওই এলাকার উদ্যাক্তাদের লাভবান করতে সহযোগিতা করছেন।
তিনি আরও বলেন, পরিবেশ ভারসাম্য ও জীবচিত্র্য রক্ষার জন্য বৃক্ষের গুরুত্ব অপরিসীম। বর্ষাকালে গাছের চারা রোপণের উপযুক্ত সময়। এসময় প্রচুর বৃষ্টি হয় ও উর্বরা শক্তিবৃদ্ধি পায়। তাই এই সময়ে তিনি সবাইকে বৃক্ষরোপণ করার জন্য আহ্বান জানান।