সোমবার, ০৫ জুন, ২০২৩
25 Nov 2024 02:38 am
৭১ভিশন ডেস্ক:- সপ্তাহখানেক পর জিম্বাবুয়েতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপের বাছাই শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। তার আগে এই দুই দল শারজায় ওয়ানডে সিরিজ খেলছে, যে ম্যাচে কোনও পাত্তাই পেলো না স্বাগতিকরা। ব্র্যান্ডন কিংয়ের সেঞ্চুরিতে দাপট দেখিয়ে ৭ উইকেটের রাজকীয় জয় পেয়েছে উইন্ডিজ।
আমিরাত আগে ব্যাটিংয়ে নামে। ক্যারিবিয়ান বোলারদের সামনে তাদের অসহায়ত্ব ফুটে ওঠে ভালোভাবে। আলি নাসির ৫৮ ও অরবিন্দ ৪০ রান করে কিছুটা আলো ছড়ান। ৪৭.১ ওভারে ২০২ রানে অলআউট হয় স্বাগতিকরা।
কিমো পল সর্বোচ্চ তিন উইকেট নেন। সমান দুজন করে ব্যাটারকে আউট করেন ডমিনিক ড্রেকস, ওডিন স্মিথ ও ক্যারিয়াহ।
লক্ষ্যে নেমে কিংয়ের সেঞ্চুরিতে অনায়াসে জয় পায় উইন্ডিজ। এই ওপেনার ইনিংস শেষ করে আসতে পারেননি। জয় থেকে ১০ রান দূরে থাকতে আউট তিনি। ১১২ বলে ১২ চার ও ৪ ছয়ে ১১২ রান করেন কিং।
এর আগে ৪৮ রানে প্রথম উইকেট হারানো উইন্ডিজ শামারাহ ব্রুকস ও কিংয়ের ৯১ রানের জুটিতে জয়ের ভিত গড়ে। ৪৪ রান করে আউট হন ব্রুকস। দারুণ এক সেঞ্চুরি রাঙানো ইনিংস খেলে বিদায় নেন কিং। তবে জয় তখন হাতছোঁয়া দূরে ছিল। ৩৬তম ওভারের প্রথম দুটি বলে ছক্কা উড়িয়ে দলকে জয়ের বন্দরে নেন শাই হোপ। ৩ উইকেটে ২০৬ রান করে সফরকারীরা।
তিন ওয়ানডের সিরিজে ১-০ তে এগিয়ে থেকে মঙ্গলবার আমিরাতের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।